কলকাতা: পরিবারকে নিয়ে আলিবাগের বাংলোয় ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর সেই ছুটি কাটিয়ে ফেরার সময় কি চোট পেয়েছেন শাহরুখ? সদ্য প্রকাশ্যে এসেছে একটি ভিডিও, যা দেখে চিন্তিত তাঁর অনুরাগীরা। পরিবার নিয়ে ছুটি কাটাতে আলিবাগ গিয়েছিলেন শাহরুখ। বাদশাহের সঙ্গে এ দিন তাই ফিরতে দেখা যায় গৌরী খান, সুহানা খান ও আব্রামকেও। একটি কালো লম্বা হুডিতে আপাদমস্তক মুখ ঢেকেছিলেন শাহরুখ। কোলে ছিল তার প্রিয় পোষ্য। তবে ছড়িয়ে পড়া ভিডিওদে দেখা যাচ্ছে, জেটিতে উঠতে গিয়ে মাথায় চোট পান শাহরুখ। 


ঠিক কী হয়েছিল? এদিন শাহরুখ পাপারাৎজিদের থেকে কার্যত নিজেকে আড়াল করারই চেষ্টা করছিলেন। একটি লম্বা হুডি পরেছিলেন তিনি। কালো লম্বা হুডিতে তাঁর মুখের প্রায় পুরো অংশই ঢাকা। এদিন শাহরুখের সঙ্গেই ছিলেন গৌরী খান, সুহানা খান ও আব্রামও। সদ্যই আলিবাগের বাড়ির সামনে দেখা যায় সুহানার চর্চিত প্রেমিক অগ্যস্তকেও। এদিন খান পরিবারের সঙ্গেই ফিরতে দেখা যায় অগ্যস্তকে। তবে তাঁরা প্রেম করছেন কি না, সেই জল্পনায় সিলমোহর এখনও পড়েনি। কিন্তু এদিন খান পরিবারের সঙ্গেই দেখা গেল অগ্যস্ত নন্দকে। তবে তাঁদের কেউ তেমনভাবে লুকনোর চেষ্টা করেননি পাপারাৎজিদের সামনে থেকে। কেবল ব্যতিক্রম শাহরুখ খান। তিনি একেবারে আপাদমস্তক মুড়ে নিয়েছিলেন নিজেকে। আর সেই হুডিই কাল হল তাঁর। 


শোনা যাচ্ছে, লম্বা হুডির জন্যই সঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না শাহরুখ। ভেসেলে ওঠার সময় তিনি বেকায়দায় মাথায় ধাক্কা খান। সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে ছুটে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। তবে জানা যাচ্ছে, চোট এমন কিছু গুরুতর নয়। চোট লাগার পরেও হেঁটে গিয়ে ভেসেলের ভিতরে বসেন শাহরুখ। জানা যাচ্ছে, সুস্থই রয়েছেন তিনি। এমন গুরুতর চোট তাঁর লাগেনি। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে শাহরুখ অনুরাগীদের মধ্যে। অনেকেই জানতে চাইছেন, কেমন আছেন কিং খান।  প্রসঙ্গত, আপাতত শাহরুখ তাঁর কিং ছবিটি নিয়ে ব্যস্ত। এই ছবিতে রয়েছেন সুহানা খানও। সুহানার ওটিটিতে ডেবিউ হয়েছে আগেই। আর এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি। 


 






আরও পড়ুন: Jojo Mukherjee: শুনতে হয়েছে, আমি স্টেজ করে গেলে পরিবেশ নষ্ট হয়ে যায়