কলকাতা: গুঞ্জন সত্যি হল.. ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। ছিমছাম আয়োজনে, ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সঙ্গী করে প্রেমিকা শৌরা খানকে বিয়ে করলেন আরবাজ। মুম্বইতেই বসেছিল তাঁদের বিয়ের আসর। বর ও নববধূ সেজেছিলেন প্যাস্টেল শেডের ফ্লোরাল পোশাকে। 'দশম অবতার' (Dawshom Awbotaar) ছবি মুক্তির আগে থেকেই চর্চায় ছিল এই ছবির একটি গান.. 'আমি বাউন্ডুলে ঘুড়ি'। সেই গান শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও অরিজিৎ সিংহের (Arijit Singh) কন্ঠে দর্শক ইতিমধ্যেই শুনে ফেললেও, আবদার ছিল সেই গান শ্রষ্টার কন্ঠে একবার শোনার। 'দশম অবতার' ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করলেও, গায়ক অনুপমের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। সেই কথা ভেবেই ফের অনুপমের কন্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি' শোনার আয়োজন করল SVF Music। আজই মুক্তি পেয়েছে এই গানটি। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট.. দেখে নিন আজকে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? নজরে থাকুক আজকের টপ সোশ্যাল পোস্ট।
'ভালবাসার সফর শুরু...', প্রেমিকা শৌরার সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেন আরবাজ
গুঞ্জন সত্যি হল.. ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। ছিমছাম আয়োজনে, ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সঙ্গী করে প্রেমিকা শৌরা খানকে বিয়ে করলেন আরবাজ। মুম্বইতেই বসেছিল তাঁদের বিয়ের আসর। বর ও নববধূ সেজেছিলেন প্যাস্টেল শেডের ফ্লোরাল পোশাকে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন বলিউড অভিনেতাই। লিখেছেন, 'খুব ভালবাসার মানুষদের উপস্থিতিতে আমি ও আমার মানুষটা চিরকালের ভালবাসার সফর, একসঙ্গে দিনযাপন শুরু করলাম আজ থেকে। আজকের এই বিশেষ দিনে, আপনাদের সবার ভালবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করছি আমরা। আরবাজের এই পোস্টের কমেন্টবক্সে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই। তবে আরবাজ ও শৌরার বিয়েতে দেখা গেল না বলিউড তারকাদের। যাঁর সঙ্গে নতুন জীবন শুরু করলেন আরবাজ, তিনি শৌরা খান। বলিউডের অভিনেত্রী না হলেও, তিনি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গেই। শৌরা পেশায় মেকআপ আর্টিস্ট। অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে। নিজেই সে কথা সংবাদমাধ্যনে জানান জর্জিয়া। বিয়ের মানসিকতা নিয়েই সম্পর্কে জড়ান আরবাজ এবং শৌরা। সেই মতোই বিয়ে করলেন তিনি।
'বাউন্ডুলে ঘুড়ি'-তৈরি হওয়ার গল্প
পায়ে পায়ে ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন ১৩ বছর। তৈরি করেছেন নিজের পরিচিতি, শ্রোতারাও ভালবেসেছেন তাঁকে। এক্কেবারে জীবনের রোজনামচার কথা সাদামাটা ভাষায় সুর দিয়ে বলাই যেন হয়ে গিয়েছে তাঁর সিগনেচার স্টাইল। তিনি অনুপম রায় (Anupam Roy)। তাঁর প্রত্যেক গানেই তাঁকে নতুনভাবে আবিষ্কার করেন দর্শক... ভালবাসেন। 'দশম অবতার' (Dawshom Awbotaar) ছবি মুক্তির আগে থেকেই চর্চায় ছিল এই ছবির একটি গান.. 'আমি বাউন্ডুলে ঘুড়ি'। সেই গান শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও অরিজিৎ সিংহের (Arijit Singh) কন্ঠে দর্শক ইতিমধ্যেই শুনে ফেললেও, আবদার ছিল সেই গান শ্রষ্টার কন্ঠে একবার শোনার। 'দশম অবতার' ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করলেও, গায়ক অনুপমের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। সেই কথা ভেবেই ফের অনুপমের কন্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি' শোনার আয়োজন করল SVF Music। আজই মুক্তি পেয়েছে এই গানটি। কিন্তু যেন গান কার্যত ছেয়ে ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়, ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে... সেই গান তৈরি হওয়ার পিছনেও ছিল একটি গল্প। কী সেটি? অনুপম বলছেন, 'বাউন্ডুলে ঘুড়ি গানটি দশম অবতার ছবির জন্য লেখা। সৃজিতদা (মুখোপাধ্যায়) আমায় ছবির দৃশ্য বুঝিয়ে দিয়েছিল.. ও চেয়েছিল একটি প্রেমের গান। আমি এক একটা করে গান লিখছি আর সৃজিত বাতিল করছে। কিছুতেই ওর পছন্দ হয় না। ৭-৮টা গান লেখার পরে আমি তখন হতাশ হয়ে পড়েছি। আর কি গান লিখব! শেষে বোধহয় ৯ নম্বর গান ছিল এই বাউন্ডুলে ঘুড়ি। এই গানটা শেষমেশ সৃজিতের পছন্দ হওয়ায় আমিও একটু আশ্বস্ত হয়েছিলাম। তবে এই গানটা বেশ জটিল। প্রথমটা অনির্বাণ আর জয়ার প্রেমের দৃশ্য়ের কথা ভেবে লেখা আর শেষভাগটা ছিল বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)-এর জন্য।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।