নয়াদিল্লি: জুহি চাওলা (Juhi Chawla) ও শাহরুখ খানের (Shah Rukh Khan) ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা কে না জানে। একে অপরের চড়াই উতরাই, সাফল্য, কঠিন সময়ের সাক্ষী তাঁরা। দিল্লি থেকে একরাশ স্বপ্ন নিয়ে মুম্বই আসা শাহরুখ খান থেকে বলিউডের বাদশাহ হয়ে ওঠার সফরের সঙ্গী জুহি। তাঁরা একসঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) 'কলকাতা নাইট রাইডার্স' (Kolkata Knight Riders) টিমের মালিকই কেবল নন, ১৯৯০-এর সময়ে ও ২০০০-এর দশকের শুরুতে, একগুচ্ছ ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-জুহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয় বন্ধু প্রসঙ্গে এক গল্প শোনালেন অভিনেত্রী।


শাহরুখ প্রসঙ্গে জুহি চাওলা...


কর্মজীবনের শুরুর দিকের এক অভিজ্ঞতা ভাগ করে নেন জুহি সম্প্রতি। গুজরাত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে শাহরুখ খান প্রসঙ্গে জুহি বলেন, 'আমার মনে আছে শাহরুখের তখন মুম্বইয়ে কোনও থাকার জায়গা ছিল না। নিজের শহর, দিল্লি থেকে আসতেন। জানি না মুম্বইয়ে কোথায় থাকতেন। ফিল্মের ক্রুয়ের সঙ্গেই চা খেতেন, ওঁদের সঙ্গেই সেটের খাবার খেতেন, এবং অনায়াসেই ওঁদের সঙ্গে মিশে যেত। ওঁর একটা গাড়ি ছিল মনে আছে, জিপসি। সেই সময়ে দিনে ২-৩টে শিফটে কাজও করত। একদিকে আমার সঙ্গে 'রাজু বন গয়া জেন্টলম্যান' (১৯৯২) করছিল, 'দিল আশনা হ্যায়' (১৯৯২) আর আরও একটা সিনেমা দিব্যা ভারতীর সঙ্গে করছিল। ওঁর চালিকাশক্তি প্রবল।'


স্মৃতি হাতড়ে অভিনেত্রী বলেন, 'ওঁর একটা কালো রঙের জিপসি (এক ধরনের গাড়ি) ছিল, কিন্তু একদিন সেটা লোক এসে নিয়ে চলে যায় কারণ EMI দিতে পারেনি বা এরকম কিছু একটা। আমাদের সেটে সেদিন ও ভীষণ বিমর্ষ হয়ে আসে। আমি ওঁকে বলেছিলাম, 'চিন্তা করো না, একদিন তোমার আরও অনেক গাড়ি হবে।' আর ওঁর এই কথাটা এখনও মনে আছে। কারণ কথাটা তো সত্যি। আজ দেখুন ওঁকে।'


 






শাহরুখ খানের বিলাসবহুল গাড়ির কথা অনেকেরই জানা। তাঁর বিলাসবহুল রাজকীয় সমুদ্রের দিকে মুখ করে তৈরি বাংলো 'মন্নত'-এর একঝলক দেখতে প্রত্যেকদিন ভিড় জমান লক্ষ ভক্ত। শাহরুখ-জুহি অভিনীত 'ইয়েস বস' (১৯৯৭) ছবির 'চাঁদ তারে' গানে 'মন্নত'-এর প্লটের ঝলক দেখা যায়। 


আরও পড়ুন: 'Kalki 2898 AD': শাহরুখের 'জওয়ান'কে পিছনে ফেলে প্রথম সপ্তাহান্তে নতুন রেকর্ড প্রভাসের 'কল্কি ২৮৯৮ এডি'র


শাহরুখ খান ও জুহি চাওলা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। যশ চোপড়ার 'ডর' (১৯৯৩), মহেশ ভট্টের 'ডুপ্লিকেট' (১৯৯৮), রাজীব মেহরার 'রাম জানে' (১৯৯৫), আজিজ মির্জার 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি' (২০০০), শশীলাল কে নায়ারের 'ওয়ান ২ কা ৪' (২০০১) প্রভৃতি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।