বার্বাডোজ: হঠাৎ করেই কি সিদ্ধান্তটা নিয়ে ফেললেন অবসরের? ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেই সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে আর না, এই ফর্ম্যাটকে বিদায় জানাতে চান। কিন্তু সত্যিই কি রােহিত শর্মা (Rohit Sharma) নিজের থেকেই চেয়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াতে? নাকি কোনও চাপ ছিল তাঁর ওপর। বিশ্বকাপ জেতার পর একটি ভিডও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই রোহিতের মুখে কিছু কথা শুনে এমনটা মনে হতেই পারে যে, হয়ত বাধ্য হয়েছেন ভারতীয় দলের তারকা ওপেনার টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে অবসর নিতে। কিন্তু কীসের চাপ? কে চাপ দিল রোহিতকে?


আপাত দৃষ্টিতে রোহিতের ভিডিও ক্লিপ দেখলে একজনের মুখই ভেসে আসবে চোখের সামনে। তিনি হলেন গৌতম গম্ভীর। সবকিছু ঠিকঠাক চললে, আর কিছুদিন পরে প্রাক্তন নাইট অধিনায়কই ভারতীয় ক্রিকেট দলের হেডকোচের চেয়ারে বসতে চলেছেন। আর গম্ভীর যদি কোচ হন তবে দলেও যে বিরাট কিছু পরিবর্তন তিনি আনবেনই, তার আন্দাজ করাই যায় নিঃসন্দেহে। এমনকী পুরনো দলের অনেক সিনিয়র ক্রিকেটারকে যে টি-টোয়েন্টির মত গতিময় ক্রিকেটে চাইছেন না গম্ভীর, তার একটা আভাসও পাওয়া গিয়েছিল। যদিও গত আইপিএলের সময় রোহিত ও গম্ভীরের বেশ কিছু হাসিঠাট্টার ছবি প্রকাশ্যে এসেছে। একবার এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছিলেন যে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার এই মুহূর্তে তাঁর চোখে রোহিত শর্মাই। এমনকী কেকেআরের জার্সিতে আগামী মরশুমে রোহিতকে আইপিএলে খেলতে দেখা যাবে, এমন সম্ভাবনাও দেখছেন অনেকেই। কিন্তু আইপিএল ও দেশের জার্সিতে খেলা আলাদা। তা বুঝতে পারছিলেন না রোহিত ও বিরাট দুজনেই। রুতুরাজ, রিঙ্কু, গিল, অভিষেক, রিয়ানদের মত তরুণরা বসে আছেন, তালিকায় আছেন স্যামসন, দুবেরাও। তাই সময় থাকতে থাকতে সরে যাওয়ায়ই শ্রেয় মনে করেছিলেন রোহিত।


 






গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন রোহিত। ১৫৬-র বেশি স্ট্রাইক রেটে ২৫৭ রান করেছিলেন রোহিত। তিনটি অর্ধশতরানও করেছিলেন টুর্নামেন্টে।