কলকাতা: দ্বিতীয় জন্মদিন? সেও কি সম্ভব? আজ 'ডক্টর্স ডে' তে, সুস্মিতা সেন (Sushmita Sen) বলছেন, 'সম্ভব'। শুধু বলছেনই না.. সদ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দ্বিতীয় জন্মদিন হিসেবে, সুস্মিতা যোগ করে নিয়েছেন নতুন একটা দিন। বিষয়টা আসলে ঠিক কী? 'ডক্টর্স ডে' -তে সুস্মিতা সেন শোনালেন সেই গল্পই।
কে না জানে, সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা সেন। নাহ.. সাদামাটা অসুখ নয়, হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চলে চিকিৎসা। অবশেষে, দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হন সুস্মিতা। ফেরেন স্বাভাবিক জীবনে। শুরু করেন শ্যুটিংও। আর এই অসুস্থতাই সুস্মিতার মধ্যে একটি বোধ তৈরি করে। হার্ট অ্যাটাকের পরে ফিরে আসা যেন সুস্মিতার দ্বিতীয় জন্ম। বাঁচার আশা ছিল না তাঁর সেখান থেকে সুস্থ জীবনে ফেরা যেন নতুন জন্মই। সেই বোধ থেকেই, তিনি আজ 'ডক্টর্স ডে' তে তৈরি করেছেন একটি ভিডিও।
আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। সেখানে তিনি লিখেছেন, 'আমার জীবনের গল্পটা আমি নিজেই লিখি। কিন্তু মাঝে মাঝে সবকিছু হাতের বাইরে চলে যায়। আমার জীবনের ৪৫ মিনিট। সবচেয়ে দামি ৪৫ মিনিট। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল.. এই বোধহয় শেষ হয়ে গেল সবটা। কিন্তু আমার চিকিৎসকদের অনেক ধন্যবাদ। আমার গল্পটা এখনও চলছে। ওঁরা নিজেরা হেরে যাননি আর আমাকেও হেরে যেতে দেননি। আমায় দিয়েছেন বাঁচার নতুন স্বপ্ন। ২৭ জানুয়ারি, ২০২৩ আমার দ্বিতীয় জন্মদিন। যদি আপনারও মনে হয় কখনও কোনও চিকিৎসক আপনাকে পূনর্জন্ম দিয়েছেন, এই 'ডক্টর্স ডে' তে সেই দিনটাকেই তবে তুলে ধরুন আপনার দ্বিতীয় জন্মদিন হিসেবে।'
প্রসঙ্গত, সুস্মিতা সেনের ইনস্টাগ্রাম বায়োতে যথারীতি লেখা রয়েছে 'আই অ্যাম'। আর তার সঙ্গে নতুন যুক্ত হয়েছে তাঁর দ্বিতীয় জন্মদিনের তারিখ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।