মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খান যে তাঁর সন্তানদের ভীষণই ঘনিষ্ঠ, তা একাধিক সময় সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন পোস্ট থেকে বোঝা গিয়েছে। এবার তাঁর সন্তানদের সাফল্য, তাঁদের লক্ষ্য, সিনেমায় নামা, এবং তাঁদের স্বভাব, ব্যবহার বিভিন্ন বিষয় (বাবা) শাহরুখ মুখ খুললেন।

 

শাহরুখের অহংকারের সঙ্গে দাবি, অন্য তারকা সন্তানদের মতো আরিয়ান, সুহানা ও অ্যাব্রাম দুষ্টু বাচ্চা নয়। তাঁরা পরিবর্তে অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ, মাটির কাছাকাছি থাকা মানুষ।

 

শো-বিজে তাঁর সন্তানদের প্রবেশ নিয়ে শাহরুখ জানিয়েছেন, আরিয়ানকে কর্ণ জোহর রুপোলি দুনিয়ায় নিয়ে আসছেন সেখবর সঠিক নয়। তিনি জানিয়েছেন, আরিয়ান, সুহানা দুজনেরই শো-বিজে আগ্রহ রয়েছে, কিন্তু তাঁরা প্রাথমিক পড়াশোনা শেষ করার পরই বিনোদন জগতে আসবেন। কিং খান জানিয়েছেন, এইমুহূর্তে আরিয়ান সিনেমা ও টিভি কোর্স নিয়ে পড়াশোনা করছেন। সুহানা স্কুলে রয়েছে। তারপর স্নাতক স্তরে পড়াশোনা শেষ করার পরই, সুহানা সিনেমা-জগত্ নিয়ে ভাববে। তবে আরিয়ান-সুহানা দুজনেই শাহরুখের শ্যুটিং সেটে আসেন ছবি তৈরির খুঁটিনাটি বিষয় বোঝার জন্যে।

 

আপাতত শাহরুখ তাঁর আসন্ন ছবি 'ফ্যান'-এর মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ১৫ এপ্রিল পর্দায় আসতে চলেছে এই ছবি।