মুম্বই: দক্ষিণ আফ্রিকার টিমে ঢুকতে চান ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেন!


পিটারসন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান তিনি। তবে আর ইংল্যান্ডের হয়ে নয়, তাঁর মাতৃভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে। তিনি জানিয়েছেন, এরকম একটা ভাবনা মাথায় রয়েছে।
ক্রিকেট সংক্রান্ত কারণেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সরিয়ে দেয় পিটারসেনকে। সালটা ছিল ২০১৩-১৪। পিটারসেন চান, ২০১৮-র দক্ষিণ আফ্রিকার টিমের অংশ হতে। এখনও দুবছর দেরি আছে। পিটারসেন বলেন, এখনও সময় রয়েছে। দেখা যাক কী হয়। উল্লেখ্য, ২০১৮-এ পিটারসেনের বয়স হবে ৩৭।

পিটারসেন বলেন, যদি এটা সম্ভব হয়, তাহলে হবে..না হলে হবে না। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটকে ভীষণই মিস করেন তিনি। তাঁর কথা থেকে স্পষ্ট, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বাসনা রয়েছে।

এই মুহূর্তে আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির দলে খেলছেন পিটারসেন। কেরিয়ারে মোট ৮১৮১ রানের মালিক পিটারসেন। খেলেছেন ১০৪ টি টেস্ট ম্যাচ, ঝুলিতে রয়েছে ২৩ টু শতরান। গড় ৪৭.২৮।