মুম্বই: অক্ষয় কুমার যে ধরনের ছবি হালে করছেন, যেমন ‘টয়লেট এক প্রেম কথা’ বা ‘প্যাডম্যান’, এই ধরনের বিষয়ে ওপর ছবি করতে কি শাহরুখ খান ইচ্ছুক? এই প্রশ্নের উত্তরে বলিউড বাদশার জবাব, আমি ছবি বাছাই করি না, ছবি বা সিনেমাই আমাকে খুঁজে নেয়। ৫২ বছরের অভিনেতা মনে করেন, প্রত্যেকেরই নিজস্ব ভাললাগা আছে। সেই অনুযায়ী অভিনেতারা চিত্রনাট্য বাছাই করেন।


তবে শাহরুখের কথায়, তিনি একটি ছবি তখনই করেন, যখন তিনি ভিতর থেকে সেই ছবিকে অনুভব করেন। গত ১৫ বছর ধরে তিনি ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত। কিন্তু কোনও একটা ছবি তিনি বাছেননি, বরং ছবিগুলোই তাঁকে বেছে নিয়েছে, মন্তব্য বাদশার।

সমাজকে কোনও বার্তা দিয় যেসমস্ত ছবি হচ্ছে, সেই প্রসঙ্গে শাহরুখের মত, সবসময়ই বার্তার সঙ্গে ছবিতে বিনোদনের ছোঁয়া থাকা জরুরি। কারণ, তবেই সেই ছবির দর্শকের কাছে আলাদা আকর্ষণ থাকবে। শাহরুখের দাবি, তিনি কোনও দিনই অভিনয় করাকে রুটিনে বাধা কোনও কাজ বলে মনে করেন না। যদি সেটা করতেন, তাহলে রোজ সকালে উঠে শ্যুটিং করতে চলে যেতেন। বরং তিনি কাজকে নেশা হিসেবে দেখেন। তাই সেভাবেই ছবি বাছেন এবং ছবি করেন।

এপ্রসঙ্গেই শাহরুখ ‘চাক দে ইন্ডিয়া’র কথা উল্লেখ করে বলেন, তিনি যখন এই ছবি করবে বলে ঠিক করেন, তখন মোটেই সকলে আগ্রহ দেখাননি। ছবিতে সেভাবে কোনও সুন্দরী নায়িকা ছিল না, চিত্রনাট্য হকি নির্ভর, গানও মনে দাগ কাটার মতো নয়, তারপর তাঁর দাড়িওয়ালা চেহারা। তবে তারপর ‘চাক দে ইন্ডিয়া’র বক্স অফিস সাফল্য, সবই ইতিহাস। যদিও ফের আবার হকি নিয়ে মোটেই ছবি করবেন না শাহরুখ। তাঁর শুধু একটাই কথা, তিনি ছবি বাছবেন না, ছবি তাঁকে ঠিক খুঁজে নেবে, কারণ অভিনয় তাঁর নেশা।