নয়াদিল্লি: সুজয় ঘোষের (Sujoy Ghosh) 'কিং' ('King') ছবির হাত ধরে ফের পর্দায় ফিরবেন বলিউড বাদশাহ্ শাহরুখ খান (Shah Rukh Khan)। ২০২৫ সালে এই ছবির মুক্তি পাওয়ার কথা। এবার শোনা যাচ্ছে, এই ছবির হাত ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করবেন শাহ-কন্যা সুহানা খানও (Suhana Khan)। আপাতত এই প্রজেক্ট প্রি-প্রোডাকশন স্তরে আছে এবং বড়পর্দায় ফের শাহরুখের প্রত্যাবর্তনকে বিশাল রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা, খবর এমনই।
শাহরুখের সঙ্গে 'কিং' ছবিতে ডেবিউ করবেন সুহানা?
ফের চর্চায় শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খান। খবর, ২০২৫ সালে সুজয় ঘোষের পরিচালনায় 'কিং' ছবিতে অভিনয় করবেন তিনি। সুজয়ের সঙ্গে সিদ্ধার্থ আনন্দ হাত মিলিয়ে আকর্ষণীয়, অ্যাকশনে ভরপুর ছবি তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর। সূত্রের আরও খবর, এই ছবির বাজেট প্রায় ২০০ কোটি টাকা।
সম্প্রতি 'বলিউড হাঙ্গামা'র প্রতিবেদনে বলা হয়, 'কিং' একটি বৈপ্লবিক অ্যাকশনে ভরপুর ছবি হিসাবে তৈরির কথা ভাবা হয়েছে, যার লক্ষ্য এতদিনের সমস্ত প্রত্যাশা ছাপিয়ে যাওয়া। এই একটা বছর, একটি নিবেদিত ক্রিয়েটিভ টিম, ছবির চিত্রনাট্য থেকে বিশালতা, অ্যাকশন দৃশ্য সবকিছুকে উন্নত করার দায়িত্ব সামলেছে। 'কিং' ছবির প্রযোজনায় থাকবে 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' যারা উচ্চমানের ছবি পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখে। এই ছবির ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা হয়েছে, আরও কারণ এই ছবির হাত ধরেই সিনে দুনিয়ায় পা রাখতে চলেছেন সুহানা খান।
প্রতিবেদনে আরও জানানো হয় যে এই ছবির স্টান্টের জন্য সিদ্ধার্থ আনন্দ সম্ভবত আন্তর্জাতিক স্তরের খ্যাতনামা কোঅর্ডিনেটরদের আনবেন। গ্লোবাল অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি তৈরি করবেন বলে খবর, ভিএফএক্সের সঙ্গে থাকবে আসল অ্যাকশনও। মে মাসে 'কিং' ছবির শ্যুটিং শুরু হবে এবং তা চলবে টানা ৫ মাস। ২০২৫ সালের দ্বিতীয় ভাগে প্রেক্ষাগৃহে এই ছবি আনার কথা ভাবছেন নির্মাতারা।
আরও পড়ুন: Mimi Chakraborty: 'এই জন্য আমি আজও সিঙ্গেল...', হঠাৎ কেন বললেন মিমি চক্রবর্তী?
যদিও সূত্রের খবরে শাহরুখ খান বা সুহানা খান, কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি। শাহরুখ খানকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে 'ডাঙ্কি'তে শেষ দেখা গিয়েছিল। এরপর নতুন কোনও প্রজেক্টের কথা ঘোষণা করেননি তিনি। অন্যদিকে জোয়া আখতারের 'দ্য আর্চিস' ছবির হাত ধরে ওটিটিতে ডেবিউ করেন সুহানা খান। প্রশংসিতও হয় তাঁর পারফর্ম্যান্স। এবার তাহলে বড়পর্দায় কি বাবার সঙ্গেই পা রাখবেন? নিশ্চিত খবরের অপেক্ষায় উচ্ছ্বসিত অনুরাগীর দল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।