কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের আগেও দলবদলের পালা অব্য়াহত। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। আর তাতেই এবার উঠে এল পুরনো কাসুন্দিও। বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চেয়ে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chattarjee) তাঁর দ্বারস্থ হয়েছেন বলে সম্প্রতি দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর পাল্টা হিরণ জানালেন, প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারীকে দলে ফেরাতে গিয়েছিলেন অভিষেক। (Lok Sabha Elections 2024)


লোকসভা নির্বাচনে ঘাটালে হিরণকে প্রার্থী করেছে বিজেপি। সেখানে তৃণমূলের প্রার্থী দেব। দেবের হয়ে প্রচারে গিয়েই সম্প্রতি হিরণকে বেঁধেন অভিষেক। এর পাল্টা প্রতিক্রিয়ায় শুভেন্দুর প্রসঙ্গ টেনে আনেন হিরণ। এবিপি আনন্দে হিরণ বলেন, "২০২০ সালের ১ ডিসেম্বর প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে উনি গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। গিয়ে হাতেপায়ে ধরেছিলেন যে, 'আপনি দলে ফিরে আসুন'। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন উনি?"


২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেবছর ১৯ ডিসেম্বর তৃণমূলে যোগদান করেন তিনি। হিরণের দাবি, তার আগে, ১ ডিসেম্বর শুভেন্দুর কাছে হাজির হন অভিষেক। ভোটকুশলী প্রশান্তও তাঁর সঙ্গে ছিলেন। শুভেন্দুকে তৃণমূলে রাখতে অনুরোধ জানান। সেই কথা কেন প্রকাশ করেননি অভিষেক, প্রশ্ন তোলেন হিরণ।


আরও পড়ুন: Hiran Chatterjee: ‘অভিষেকই ফোন করে ডেকেছিলেন, প্রমাণ আছে আমার কাছেও’, এবার দাবি করলেন হিরণ


বেশ কয়েক মাস আগে কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হিরণের বসে থাকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই নিয়ে জোর গুঞ্জন শুরু হলে হিরণ জানান, ছবিটি বিকৃত। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সম্প্রতি সেই নিয়ে হিরণকে বেঁধেন অভিষেক। জানান, ছ'-আট মাস আগে তাঁর দফতরে হাজির হন হিরণ। তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানান। সেই সিসিটিভি ফুটেজও রয়েছে। কিন্তু তাঁরা দরজা বন্ধ করে দিয়েছেন। 


অভিষেকের ওই দাবিতে প্রতিক্রিয়া জানাতে গিয়েই অতীতের প্রসঙ্গ টেনে আনলেন হিরণ। পাশাপাশি হিরণ জানান, তিনি নিজে থেকে অভিষেকের সঙ্গে দেখা করতে যাননি। বার বার তাঁকে ফোন করে ডেকে পাঠান অভিষেক। শুভেন্দুর অনুমতি নিয়েই একসময় সৌজন্য দেখাতে অভিষেকের কাছে হাজির হন তিনি। যদিও তৃণমূলের দাবি, হিরণ খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান হতে চেয়েছিলেন। তাঁর সেই ইচ্ছে মেনে নেয়নি দল।