কলকাতা: ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে' থেকে বিদায় নিলেন অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)। এই ধারাবাহিকে এবার সেই জায়গায় দেখা যাবে অভিনেত্রী রুকমা রায়। আজই ধারাবাহিকে শেষদিন ছিল অঙ্গনার। এরপর থেকে পার্বতীর চরিত্রে দেখা যাবে রুকমা রায়কে (Rooqma Ray)। সোশ্যাল মিডিয়ায় আজ শেষদিনের বিদায়ী পোস্ট করেছেন অঙ্গনা। 


ঠিক কী হয়েছে অভিনেত্রীর? শোনা যাচ্ছে, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। তাঁর দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজন। সেই কারণেই ধারাবাহিক থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন তিনি। আর পূর্বপ্রস্তুতি ছাড়াই পারোর চরিত্রে আনা হচ্ছে রুকমাকে। সোশ্যাল মিডিয়ায় পারোর বেশে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্গনা। সঙ্গে লিখেছেন, 'সবার ভালবাসা, আশীর্বাদের জন্য ধন্যবাদ। পারো-পার্বতীর সফর শেষ করলাম। এই সফরটা ভীষণ বিশেষ হয়ে থাকবে'। অঙ্গনার এই পোস্টে ভালবাসা জানিয়েছেন অনেকেই। সবার আগে, লাভ ইমোজি দিয়েছেন রোহন ভট্টাচার্য্য়।


 






সোশ্যাল মিডিয়ায় আজ অঙ্গনার সঙ্গে একাধিক ছবিও শেয়ার করে নিয়েছেন রোহন। সেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রয়েছেন রোহন আর অঙ্গনা। এই ধারাবাহিক চলাকালীনই প্রকাশ্যে এসেছিল, রোহন আর অঙ্গনার সম্পর্কের গুঞ্জন। ধারাবাহিকে একে অপরের বিপরীতে অভিনয় করতেন তাঁরা। তাঁদের মধ্যে যে বন্ধুত্ব বেশ গাঢ়, সেই কথা একাধিকবার প্রকাশ করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় আজ অঙ্গনার সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে রোহন লেখেন, 'আমি আর আমার পেনকিলার। খুব তাড়াতাড়ি ভাল হয়ে ওঠো আমার বাঘিনী'


 






অন্যদিকে আজ, সোশ্যাল মিডিয়ায় পার্বতীর বেশে নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন রুকমা। নাকে নোলক, পরণে পার্বতীর বেশ। সোশ্যাল মিডিয়ায় রুকমার এই ছবি দেখে মুগ্ধ অনেকেই। এমনকি খোদ অঙ্গনাও। সোশ্যাল মিডিয়ায় রুকমাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, 'খুব ভাল হোক পার্বতী'। শ্রীতমা লিখেছেন, 'অনেক শুভেচ্ছা প্রিয়'। গীত লিখেছেন, 'অল দ্য বেস্ট রুকু'। রুকমা লিখেছেন, 'আমি আসছি, আজ থেকে সাড়ে পাঁচটায়'।


 






আরও পড়ুন: Anushka On Kohli: বাবা হিসাবে কোহলি কেমন? ফাদার্স ডে-তে ভক্ত-অনুরাগীদের জানালেন অনুষ্কা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।