আপনি সুপারস্টার হতে পারেন, আলিবাগ কিনে নেননি, জন্মদিন পালনরত এসআরকে-কে ধমক স্থানীয় বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Nov 2017 01:27 PM (IST)
মুম্বই: শাহরুখ খানের একটু দর্শন পেতে সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে পারেন। কিন্তু এই মাতামাতির অনেক দূরে বাস করেন আলিবাগের বিধায়ক জয়ন্ত পাটিল। উল্টে তাঁর সময় নষ্ট করার জন্য শাহরুখকে এক ধমক দিয়েছেন তিনি। তাও এসআরকের জন্মদিনে! হয়েছে কী, অল্পদিন আগে আলিবাগের বাংলোয় নিজের ৫২তম জন্মদিন পালন করেন শাহরুখ। সঙ্গে ছিলেন পরিবারের লোকজন, বন্ধুবান্ধবরা। আলিবাগ জেটিতে লাগানো ছিল তাঁর ইয়ট। ওদিকে জয়ন্ত পাটিলেরও মুম্বই যাওয়ার তাড়া ছিল। কিন্তু তাঁর ইয়ট শাহরুখের ইয়টের পিছনে থাকায় তাঁকে অপেক্ষা করতে হয়। তারপর এসআরকে ইয়ট থেকে বেরিয়ে পাড়ে উঠতে দেরিও করছিলেন। অসন্তুষ্ট পাটিল নিজেই হেঁটে গিয়ে শাহরুখের জানালার কাছে পৌঁছে যান। মরাঠি ভাষায় চেঁচিয়ে বলেন, আপনি সুপারস্টার হতে পারেন কিন্তু আলিবাগ কিনে নেননি। তারপর শাহরুখেরই ইয়টের ওপর দিয়ে হেঁটে গিয়ে নিজের ইয়টে ওঠেন তিনি। দেখুন সেই ভিডিও