নয়াদিল্লি: দুর্ঘটনার শিকার বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। লস অ্যাঞ্জেলসে (Los Angeles) শ্যুটিং চলাকালীন আহত হন তিনি। হয়েছে ছোট অপারেশনও (minor surgery)। এখন কেমন আছেন তিনি?
শ্যুটিং করতে গিয়ে আহত শাহরুখ খান
মার্কিন মুলুকে নিজের আগামী ছবির শ্যুটিং সারছেন শাহরুখ খান। শ্যুটিং করতে গিয়েই নাকে গুরুতর চোট পান তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাকে অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে সূত্রের খবর, আপাতত ভারতে ফিরে এসেছেন অভিনেতা, ধীরে ধীরে সেরে উঠছেন।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'এসআরকে লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের শ্যুটিং করছিলেন এবং তখনই নাকে আঘাত পান। নাক থেকে তাঁর গলগল করে রক্ত পড়তে থাকে এবং তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তরফে জানানো হয় দুশ্চিন্তার কোনও কারণ নেই এবং রক্তপাত বন্ধ করতে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন আছে। অপারেশনের পর কিং খানকে নাকে ব্যান্ডেজ বেঁধে দেখা যায়।' তবে এই দুর্ঘটনার বিষয়ে অভিনেতা বা তাঁর টিম কেউই আনুষ্ঠানিক কোনও বিবৃতি জারি করেননি।
আরও পড়ুন: Dhanush: মস্তক মুণ্ডন করে তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
প্রসঙ্গত, চলতি বছরের শুরু দুর্দান্তভাবে করেছেন শাহরুখ খান। প্রায় বছর চারেক পর বড়পর্দায় নায়কের চরিত্রে ফেরেন 'পাঠান' (Pathaan) ছবির হাত ধরে। এই ছবির আয় বক্স অফিসে ঝড় তোলে। বছরের শুরুতেই বলিউডে লক্ষ্মীলাভ হয় কিং খানের হাত ধরে। চলতি বছরে তাঁর আরও দুটো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। অ্যাটলির পরিচালনায় সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা 'জওয়ান' (Jawaan) ছবির। এই ছবিতে তাঁকে লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। সূত্রের খবর, ৩৬ কোটি টাকায় এই ছবির মিউজিক রাইটস কিনেছে জনপ্রিয় মিউজিক লেবেল 'টি সিরিজ' (T Series)। অন্যদিকে, বছর শেষে তাঁর 'ডাঙ্কি' (Dunki) মুক্তি পাওয়ার কথা। এই ছবির হাত ধরে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন তিনি। এই ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করবেন তাপসী পন্নুও। এছাড়া সলমন খানের (Salman Khan) 'টাইগার' (Tiger 3) ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতেও শাহরুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন