নওয়াজ কী করেন নিজেই জানেন না: শাহরুখ
ABP Ananda, Web Desk | 29 Jan 2017 01:15 PM (IST)
মুম্বই: ‘রইস’-এ তাঁদের রসায়ন দর্শকদের ভাল লেগেছে। যখনই তাঁরা পরস্পরের মুখোমুখি হয়েছেন, হল কেঁপে উঠেছে সিটির পর সিটিতে। কীভাবে এত জমে গেল শাহরুখ খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকির বোঝাপড়া? শুনুন এসআরকে-র জবাব। শাহরুখ জানিয়েছেন, তাঁরা চেয়েছিলেন, সম্পর্কটা ভালবাসা ও ঘৃণার মিশেল হিসেবে তুলে ধরতে। তাই মন জয় করেছে দর্শকদের। তবে নওয়াজ যেভাবে নিজের চরিত্র তুলে ধরেছেন, তা কেউ আশা করেননি। ছবিতে নওয়াজ অভিনীত পুলিশ অফিসারের চরিত্রে কিছু খারাপ দিক আছে, মদ চোরাকারবারী শাহরুখের চরিত্রে আবার আছে কিছু ভাল দিক। আপনি কোন দিকে আছেন, তার ওপর নির্ভর করে শেষে পরিস্থিতি বদলে যায়। ছবির দৈর্ঘ্যের কথা মাথায় রেখে দু’জনের কিছু দৃশ্য ফেলতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নওয়াজের সম্পূর্ণ অন্যরকম অভিনয় ঘরানা নিয়েও প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ। তাঁর কথায়, নওয়াজ অত্যন্ত ভদ্র স্বভাবের, নিজের কী ক্ষমতা, নিজেই জানেন না। এ ধরনের শিল্পীদের সঙ্গে কাজ করতে তাঁর ভাল লাগে। অনেক অভিনেতা আছেন, যাঁরা পরিষ্কার জানেন, তাঁরা ঠিক কী করতে চলেছেন। নওয়াজ সেই দলে পড়েন না। এক দৃশ্যের শ্যুটিংয়ের পর তিনি নওয়াজকে বলেন, শটটি আর একবার করতে। জবাবে নওয়াজ জিজ্ঞাসা করেন, আগের শটে ঠিক কী করেছিলেন তিনি। তার মানে তিনি চরিত্রটি জানেন, দৃশ্যের কথাও মনে আছে, চরিত্রের আবেগের কথাও মনে আছে কিন্তু তিনি ঠিক কীভাবে অভিনয় করেছিলেন পুরো ভুলে গেছেন। এই স্বতঃস্ফূর্ততা অসাধারণ বলে শাহরুখের মনে হয়েছে।