কলকাতা: তিনি জাগেন সিনেমায়। ঘুমান সিনেমায়। স্বপ্ন দেখেন সিনেমা নিয়ে। তাঁর জীবনের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে সিনেমা। শাহরুখ খান (Shah Rukh Khan)। যাঁর জীবনের সঙ্গে, যাপনের সঙ্গে রয়ে যায় সিনেমা। মানুষের চোখে তিনি রুপোলি পর্দার বাদশাহ। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, নিজের মৃত্যু নিয়ে কথা বলেছেন শাহরুখ খান! কী বলেছেন তিনি? 


সদ্য লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে লাইফ টাইম অ্যাচিভমেন্টের অ্যাওয়ার্ড পান শাহরুখ খান। সেখানেই শাহরুখকে প্রশ্ন করা হয়, তিনি কী চিরকালই অভিনয় করে যাবেন নাকি বয়স হয়ে গেলে কখনও অবসর নেবেন অভিনয় থেকে? উত্তরে শাহরুখ খান যা বলেন, তা মন জয় করে নিয়েছে সকলের। ওই যে.. তাঁর জীবনে বাঁচার অন্য মানেই তো লাইটস, ক্যামেরা, অ্যাকশন। কেমন করে তার থেকে দূরে থাকবেন শাহরুখ খান? অভিনেতা এই প্রশ্নের উত্তরে বলেন, 'আমি সারা জীবন অভিনয় করব কি না? আমার জীবনের স্বপ্ন, আমায় কেউ 'অ্যাকশন' বলবেন, আর আমি মারা যাব। ওঁরা বলবেন 'কাট'। কিন্তু আমি আর উঠব না। এটা ঠিক আছে? তোমরা সবাই বলবে ঠিক আছে.. আমার জন্য এটাই ঠিক আছে। আমি জীবনের শেষদিন পর্যন্ত অভিনয় করতে চাই। তারপরে সেটেই মারা যেতে চাই।'


শাহরুখ আরও জানান, অভিনয় তাঁর ভালবাসা। তাঁর কাছে খুশির অন্য অর্থ অভিনয়। এটা কেবল তাঁর কাজ নয়, তিনি উপভোগ করেন অভিনয়কে। শাহরুখ বলেছেন, 'আমি যদি ২ মিনিটের জন্য তোমায় বিনোদন দিতে পারি, সেটা ভালবাসা। কিন্তু যদি আমি ৫০ বছর ধরে কাউকে, কোনও জিনিসকে ভালবাসি, সেটা অভিনয়। আমি যদি ৩০ সেকেন্ডের জন্য কাউকে বিনোদন দিতে পারি, সেটা ক্রিয়েটিভিটি। আমরা একটাই জিনিসের বিভিন্ন বিভিন্ন নাম দিই। বিভিন্ন নামের মধ্যে আমি একই জিনিসকে দেখি। আমি খুশি হই যখন আমি মানুষের মধ্যে বিনোদন ছড়িয়ে দিতে পারি।


 






আরও পড়ুন: Rituparna Sengupta: আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার, কটাক্ষ করে, ছোট করে কিছু পাবেন না: ঋতুপর্ণা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।