গুয়াহাটি: ফের ট্রেন দুর্ঘটনা, ফের লাইনচ্যুত ট্রেন। আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত। অসমের লামডিং-বদরপুর হিল সেকশনের দিবালং স্টেশনে লাইনচ্যুত আটটি বগি। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী কারণে দুর্ঘটনা ঘটল, সঠিক কারণ জানা যায়নি এখনও পর্যন্ত। তবে লাইনচ্যুত আটটি কামরার মধ্যে রয়েছে পাওয়ার কার এবং ট্রেনের ইঞ্জিনটিও। (Assam Train Accident)
বৃহস্পতিবার দুপুর ৩টে বেজে ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। জানা গিয়েছে, ট্রেনটির আটটি কামরা লাইনচ্যু হয়েছে। লাইনচ্যুত হয়েছে পাওয়ার কার (জেনারেটর বসানো থাকে যেখানে) এবং ইঞ্জিনও। তবে কেউ মারা গিয়েছেন বা গুরুতর আহত হয়েছেন বলে খবর নেই। (Train Accident)
একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘিরে এমনিতেই প্রশ্নের মুখে ভারতীয় রেল। বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের বাঁকুড়া স্টেশনে কামাখ্যা-বেঙ্গালুরু এসি সুপারফাস্ট ট্রেনের ব্রেক বাইন্ডিংয়ে আগুন লাগে। বাঁকুড়া স্টেশনে ঢুকতেই কামরার নীচ থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রায় আধ ঘণ্টা ধরে চলে মেরামতি। বিকেলে ফের তাতে নয়া সংযোজন ঘটল। এর এক সপ্তাহ আগে, গত ১১ অক্টোবর তামিলনাড়ুতে দূরপাল্লার ট্রেনের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাগে।