কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর প্রত্যেকটা ছবির সাফল্যই আকাশছোঁয়া। একসময়ে অবশ্য তাঁর একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল। সেই সময়ে অনেকেই বলেছিলেন শাহরুখ খান নাকি ফুরিয়ে গিয়েছেন। আর তাঁর ছবি হিট হবে না। কিন্তু তিনি শাহরুখ খান। তিনি ঘুরে দাঁড়াতে পারেন, জানেন। সেই প্রমাণ দিয়েছিল 'পাঠান'। ২০২৩ সালে মুক্তি পাওয়া ছবি 'পাঠান' সাফল্যের শিখর ছুঁয়েছিল। সবাই বুঝেছিলেন, শাহরুখ খান ফুরিয়ে যাওয়ার নয়। তিনি ঘুরে দাঁড়ানোর মন্ত্র জানেন। তবে জানেন কি শাহরুখ কেন শুধুমাত্র বড় ছবিই তৈরি করেন?
সদ্য লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের জন্য দেওয়া একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন, তিনি কেবল কেবলমাত্র বিগ বাজেট ছবি তৈরি করতে চান? শাহরুখের যুক্তি, তিনি সিনেমায় পা রাখার পর পরই তাঁর বাবা আর মা মারা যান। শাহরুখ বিশ্বাস করেন, তাঁর বাবা-মা এখনও আকাশে রয়েছেন, তারা হয়ে। আর শাহরুখ বড় ছবি বানান কারণ তিনি বিশ্বাস করেন, আকাশ থেকে তাঁর বাবা-মা তাঁর ওপর নজর রাখছেন। আর শাহরুখ যা ছবি বানাবেন, আকাশ থেকে তাঁরাও দেখতে পাবেন।' এই কারণেই নাকি শাহরুখ বড় ছবি তৈরিতে বিশ্বাসী।
সদ্য লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে লাইফ টাইম অ্যাচিভমেন্টের অ্যাওয়ার্ড পান শাহরুখ খান। সেখানেই শাহরুখকে প্রশ্ন করা হয়, তিনি কী চিরকালই অভিনয় করে যাবেন নাকি বয়স হয়ে গেলে কখনও অবসর নেবেন অভিনয় থেকে? উত্তরে শাহরুখ খান যা বলেন, তা মন জয় করে নিয়েছে সকলের। ওই যে.. তাঁর জীবনে বাঁচার অন্য মানেই তো লাইটস, ক্যামেরা, অ্যাকশন। কেমন করে তার থেকে দূরে থাকবেন শাহরুখ খান? অভিনেতা এই প্রশ্নের উত্তরে বলেন, 'আমি সারা জীবন অভিনয় করব কি না? আমার জীবনের স্বপ্ন, আমায় কেউ 'অ্যাকশন' বলবেন, আর আমি মারা যাব। ওঁরা বলবেন 'কাট'। কিন্তু আমি আর উঠব না। এটা ঠিক আছে? তোমরা সবাই বলবে ঠিক আছে.. আমার জন্য এটাই ঠিক আছে। আমি জীবনের শেষদিন পর্যন্ত অভিনয় করতে চাই। তারপরে সেটেই মারা যেতে চাই।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।