কলকাতা: কুণাল ঘোষের(Kunal Ghosh) সঙ্গে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সমালোচনায় একের পর এক চিকিৎসক সংগঠনের। কেন কুণাল ঘোষের সঙ্গে বৈঠক এবার তার ব্যাখ্যা দিলেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্য়োপাধ্য়ায়।
ব্যাখ্যা দিলেন বামপন্থী চিকিৎসক: ১০ দফা দাবিতে দুমাসেরও বেশি সময় ধরে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার বুকে গত ১৪ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এই আবহে গতকাল সন্ধেয় তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্য়োপাধ্য়ায়। এই বৈঠক সম্পর্কে এবার ব্যাখ্যা দিলেন তিনি। এদিন নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, "জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর সম্পূর্ণ সমর্থন রয়েছে। ওঁরা যে আন্দোলনটা এতদিন ধরে চালিয়ে যাচ্ছে সেটা তারিফ করার মতো। কিন্তু যে কোনও আন্দোলনকে সফল করতে গেলে কৌশলগত পরিবর্তন প্রয়োজন। মুখ্যমন্ত্রীর কাছে দাবিদাওয়ার কথা পৌঁছে দেওয়ার জন্য কুণাল ঘোষের বিকল্প পাইনি। হয়ত মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি যেতে পারতাম। কোনও আবেদন করলে লোয়ার কোর্ট এবং তারপর হায়ার কোর্টে যেতে হয়। প্রথমেই যদি মুখ্যমন্ত্রী বলে দেন কথা শুনব না, তাহলে দ্বিতীয়বার যাওয়া যায় না। যাঁরা সমালোচনা করছেন তাঁরা কোনও দ্বিতীয় নাম সাজেস্ট করতে পারেন! যার সঙ্গে কথা বলা যায়। প্রশাসনিক স্তরে বৈঠক কিন্তু ব্যর্থ হয়েছে। আমি কোনও সংগঠনের পক্ষ থেকে যাইনি, মনের টানে গেছি। উদ্দেশ্য ছিল, যে কোনও ভাবে জট কাটানোর উপায় খুঁজে বের করা। দুপক্ষই যদি অনড় থাকে...সমাধান সূত্র তো বের করতে হবে। মনের কাছে স্বচ্ছ যে আমি ঠিক কাজ করেছি।'
কী হয়েছে গতকাল?
সংঘাতের আবহেই আচমকা কুণাল ঘোষের কাছে হাজির হন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা ও প্রতিবাদী ডাক্তারের একান্ত বৈঠক ঘিরে তুঙ্গে ওঠে জল্পনা। কেন এই বৈঠক? সে প্রসঙ্গে বৃহস্পতিবার চিকিৎসক জানান, "আমি কিন্তু কোনও রাজনৈতিক দলের মুখপাত্রের সঙ্গে দেখা করতে আজ আসিনি। আমি আগেও বহুবার বলেছি, মানুষ কুণাল ঘোষ আর কোনও দলের মুখপাত্র কুণাল ঘোষ আলাদা। একজন প্রাক্তন সাংসদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিছু জিনিস ক্লিয়ার করার জন্য।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Anubrata Mondal:'কোনও হানাহানি, ঝগড়ঝাঁটি করবেন না,' একসঙ্গে চলার বার্তা অনুব্রতর