মুম্বই: ২০২৩ যেন তাঁর জন্যই তৈরি হয়েছিল। প্রায় ৪ বছরের বিরতির পর গত বছর পরপর তিনটে ব্লকবাস্টার নিয়ে হাজির হন শাহরুখ খান (Shah Rukh Khan)। খুব সন্তর্পণে সাজানো তিনটি ছবির মুক্তির তারিখ, জানুয়ারিতে 'পাঠান' (Pathaan) দিয়ে শুরু, সেপ্টেম্বরে 'জওয়ান' (Jawan) এবং সবশেষে ডিসেম্বরে 'ডাঙ্কি' (Dunki)। কিন্তু তারপরে ২০২৪ সালে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। এবার তাঁর পরবর্তী প্রজেক্টের আপডেট শোনার অপেক্ষায় অনুরাগীরা।
শাহরুখ খানের নতুন প্রজেক্ট নিয়ে কোন আপডেট মিলল?
শুক্রবার স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের বাদশাহ্ বলেন, তিনি তাঁর নতুন ছবির কাজ অর্থাৎ শ্যুটিং শুরু করবেন আগামী জুন মাস থেকে। তিনি বলেন, 'আমার মনে হয়েছিল খানিক বিশ্রাম নিতে পারি। তিনটে সিনেমা করে ফেলেছি, যেগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই শারীরিক পরিশ্রমের প্রয়োজন ছিল। আমি কেকেআর টিমকে বলি যে ম্যাচের দিন আমি আসব এবার। সৌভাগ্যবশত, আমার শ্যুটিং আবার অগাস্টে আছে, বা জুলাই... জুনের জন্য পরিকল্পনা করা হয়েছে, তো জুন থেকেই শুরু হয়ে যাবে। ফলে, আমি সমস্ত হোম ম্যাচে আসতে চাই, কারণ কলকাতায় আসা আমার কাছে বাড়ি ফেরার মতো। আমার জন্য এখানে উপস্থিত থাকা প্রয়োজনীয়, তাই আমি নিজের কাজ অনুযায়ী শিডিউল করি না, কিন্তু প্রত্যেকটা ম্যাচে উপস্থিত থাকার চেষ্টা করি।'
২০২৩ সালের জানুয়ারি মাসে রুপোলি পর্দায় সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'পাঠান' ছবির হাত ধরে ফেরেন কিং খান। একাধিক রেকর্ড ভাঙে এই ছবি। ফের তিনি প্রমাণ করেন যে তিনি সত্যিই বলিউডের বাদশাহ্। 'যব হ্যারি মেট সেজল' ও 'জিরো' বিশেষ সাড়া ফেলতে পারেনি। এরপরেই খানিক বিরতি নেন তিনি। তবে ফিরে এসে রীতিমতো তাঁর হাত ধরেই বলিউডের লক্ষ্মীলাভ ঘটান কিং খান। সেপ্টেম্বরে মুক্তি পায় অ্যাটলির পরিচালনায় 'জওয়ান'। এই প্রথম অ্যাটলির সঙ্গে কাজ করেন শাহরুখ। এই ছবি 'পাঠান'-এরও একাধিক রেকর্ড ভাঙে বক্স অফিসে। ২০২৩ সালেই বহু প্রতীক্ষার পর সাধারণ মানুষ রাজকুমার হিরানি ও শাহরুখ খানের একসঙ্গে কাজ দেখতে পান। রাজু হিরানির পরিচালনায় তৈরি হয় 'ডাঙ্কি'। প্রথমবার কিং খান জুটি বাঁধেন তাপসী পন্নুর সঙ্গে। এই ছবিও বক্স অফিসে ভালই ব্যবসা করে। এবার শোনা যাচ্ছে তাঁকে দেখা যাবে 'কিং' নামক ছবিতে, শুধু তাই নয়, এই ছবির হাত ধরে নাকি বড়পর্দায় ডেবিউ করবেন শাহরুখ-কন্যা সুহানা খান। তবে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।