ট্রেন্ডিং





Shah Rukh Khan on Pathaan: 'পাঠান-এ বিপর্যয় হবে, অবসর নিন', পাল্টা উত্তর দিতে গিয়ে শাহরুখ লিখলেন...
Shah Rukh Khan on Retirement: এই সেশনেই হঠাৎ 'আস্ক এসআরকে' -কে একজন কিংখানের দিকে প্রশ্ন ছুঁড়ে বসেন এক মাসে কত আয় করেন শাহরুখ খান?

মুম্বই: ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'পাঠান' (Pathaan)-এর টিজার আর নতুন গান। কিন্তু শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) এই ছবির গান ও টিজার এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। শুধু তাই নয়, এই ছবি নিয়ে বিতর্কও হয়েছে যথেষ্ট। আর বুধবার, 'আস্ক এসআরকে' (AskSRK) খেলাতেও উঠে এল 'পাঠান' নিয়ে কথা, নেতিবাচক মন্তব্যও ।
নিজের বুদ্ধিমত্তা দিয়েই চিরকাল 'আস্ক এসআরকে'-র সমস্ত উত্তর দিয়ে এসেছেন শাহরুখ, সে যতই নেতিবাচক হোক না কেন। এদিন শাহরুখকে একজন লেখেন, 'পাঠান' ইতিমধ্যেই একটা বিপর্যয় বলে প্রমাণিত, অবসর নিয়ে নিন'। এর উত্তরে শাহরুখ লেখেন, 'বড়দের সঙ্গে এভাবে কথা বলে না।'
এই সেশনেই হঠাৎ 'আস্ক এসআরকে' -কে একজন কিংখানের দিকে প্রশ্ন ছুঁড়ে বসেন এক মাসে কত আয় করেন শাহরুখ খান? কথায় বলে, কাউকে এভাবে সরাসরি আয়ের কথা জিজ্ঞাসা করা অনুচিত। কিন্তু তিনি শাহরুখ খান। তিনি প্রশ্নের উত্তর দেন নিজস্ব স্টাইলে ।
এই ট্যুইটের উত্তরে শাহরুখ লেখেন, 'অফুরান ভালবাসা অর্জন করে নিই। প্রতিদিন।' জানুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে 'পাঠান' (Pathaan)। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত এই ছবি ঘিরে দর্শকদের যথেষ্ট উত্তেজনা রয়েছে।