নয়াদিল্লি: সুলতান সিনেমার শ্যুটিংয়ে পরিশ্রমের সঙ্গে 'ধর্ষিতা মহিলা'র তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন সলমন খান। বিভিন্ন মহলে তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। জাতীয় মহিলা কমিশন তলব করেছে সলমনকে।
সলমনের মন্তব্য সম্পর্কে প্রিয়ঙ্কা চোপড়া, বরুণ ধবন সহ বলিউডের অনেক তারকাই নিজেদের বক্তব্য জানিয়েছেন। এবার এই বিতর্কে সতর্ক প্রতিক্রিয়া দিলেন সলমনের বন্ধু শাহরুখ খান।
এ ব্যাপারে তাঁর মতামত জানতে চাওয়া হলে শাহরুখ বলেন, ‘গত কয়েক বছরে আমি নিজেই অনেক মন্তব্য করেছি, যা আমার বলা উচিত হয়নি। তাই সত্যি কথা বলতে কী, অন্যের মন্তব্য নিয়ে বিচার করতে বসা আমার সাজে না। এটা কারুর পক্ষে দাঁড়ানো বা না দাঁড়ানোর মতো বিষয়। আমি নিজেই অনেক কিছু বলেছি। সলমনের কী করা উচিত বা উচিত নয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আমরা কে। ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারি না। আমি এর উপযুক্ত নই’।