Shah Rukh Khan On Religion: সন্তানরা নিজেদের ধর্ম নিয়ে প্রশ্ন করলে কী উত্তর দিতেন শাহরুখ? শুনলে মন ভাল হবেই  

Shah Rukh Khan : তারকা পুত্রের ঘরে ফেরা নিয়ে যতই উন্মাদনা থাকুক না কেন, শাহরুখ নিজের জন্মদিনেও মন্নত থেকে অনুরাগীদের দর্শন দেননি। হয়ত অন্তরের ক্ষত ঢাকতেই। 

Continues below advertisement

মুম্বই: ক্রুজে মাদককাণ্ডে শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ানকে (Aryan Khan)গত ৩ অক্টোবর গ্রেফতার করেছিল এনসিবি (NCB)।   তারপর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে মুখোমুখি আড্ডা, সব জায়গায় আলোচনার কেন্দ্রে উঠে আসে শাহরুখ পুত্রের নাম। কেউ কেউ আবার মাদক-কাণ্ডে তারকাপুত্রের নাম জড়িয়ে পড়তে দুষতে শুরু করেন শাহরুখকেই।  অনেক নেতিবাচক আলোচনা ছড়িয়ে পড়ে বলিউডের বেতাজ বাদশাকে নিয়ে। 
মাদক-মামলায় জামিনের দু’দিন পর, ৩০ অক্টোবর আর্থার রোড জেল থেকে ছাড়া পান  আরিয়ান খান। দীপাবলির আগে আঠাশ দিন পর মন্নতে ফেরেন শাহরুখ খানের বড় ছেলে। তবে জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হবে।  

তারকা পুত্রের ঘরে ফেরা নিয়ে যতই উন্মাদনা থাকুক না কেন, শাহরুখ নিজের জন্মদিনেও মন্নত থেকে অনুরাগীদের দর্শন দেননি। তিনি চলে যান আলিবাগে। হয়ত অন্তরের ক্ষত ঢাকতেই। 
কিন্তু আজও শাহরুখের কিছু কিছু মন্তব্য জীবন-পাঠ হিসেবে নেন অনুরাগীরা। যেমন, একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ছেলে মেয়েদের ধর্ম সংক্রান্ত ব্যাপারে কী বলে থাকেন শাহরুখ। তিনি ইসলাম ধর্মাবলম্বী আর স্ত্রী গৌরি হিন্দু পরিবারের মেয়ে। তাই যদি সন্তানরা তাঁকে কখনও নিজেদের ধর্ম নিয়ে প্রশ্ন করে, তিনি কী জবাব দেন? 

Continues below advertisement

আরও পড়ুন : Drugs On Cruise Ship Case: 'জ্বর হয়েছে', এনসিবি-র সমন পেয়েও হাজিরা দিলেন না আরিয়ান


এর উত্তরে কিং খান এক মন ভাল করা জবাব দেন। তিনি একবার বলেছিলেন, তিন ছেলেমেয়ে আরিয়ান, সুহানা, আবরামের নামকরণের সময় শুধু মাথায় রেখেছেন, নামটি যেন মানুষের মনে গেঁথে যায়, সহজে উচ্চারণ করা যায়। 

শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, যখনই বাচ্চারা আমাকে জিজ্ঞেস করে আমাদের ধর্ম কী? তাই আমি উত্তর দিই, 'তুমি প্রথমে ভারতীয় আর তোমার ধর্ম মানবতা'। শাহরুখ আরও বলেন, আমি প্রায়ই পুরনো হিন্দি গান গেয়ে ,সন্তানদের এই প্রশ্নের উত্তর দিয়ে থাকি। গানটা হল, 'তু হিন্দু বনেগা না মুসলিম বনেগা..'। তাঁর ওই উত্তরে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল অনুরাগীরা। 

 কিং খানের আগামী ছবির নাম 'পাঠান'। ছবিতে থাকছে  দীপিকা পাড়ুকোন ও সলমন খানও। শাহরুখ পুত্র আরিয়ান গ্রেফতার হওয়ার পরই মন্নতে এসে হাজির হন সলমন খান। চরম বিপদের দিনে শাহরুখ পাশে পান এক সময় হারিয়ে ফেলা বন্ধু সলমনকে। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola