মুম্বই: কেন্দ্রের ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত স্বাগত জানিয়েছিলেন। এবার শাহরুখ খান আশাপ্রকাশ করলেন, ‘রইস’ মুক্তির সময় নোট বাতিলের কোনও প্রভাব অর্থনীতিতে থাকবে না।
নোট বাতিলের জেরে সমস্যায় পড়েছেন বহু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল মালিক। তবে শাহরুখের আশা, আর কদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আগের থেকে ভাল হবে পরিস্থিতি।
তিনি বলেছেন, সিস্টেম ঠিকমত কাজ শুরু করলেই পরিস্থিতি ভাল হতে বাধ্য। নোট বাতিলের পর প্রথম দিকে অনেকে বিনোদনকে দূরে সরিয়ে রাখতে বাধ্য হয়েছিলেন ঠিকই, যেহেতু বাজারে টাকার অভাব ছিল। কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই, মনে হচ্ছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে। ‘ডিয়ার জিন্দেগি’-র ক্ষেত্রেও এটা দেখা গেছে। লোকে আবার বিনোদনের কথা ভাবা শুরু করেছেন।
‘রইস’-এ শাহরুখের চরিত্র তথাকথিত নায়কোচিত নয়। তা স্বীকারও করে নিয়েছেন তিনি। তাঁর কথায়, তিনি চেষ্টা করেন, যেন এক ধরনের চরিত্র বারবার করতে না হয়, ‘অঞ্জাম’ বা ‘ডর’-এর মত। এক ধরনের চরিত্র করা নিষ্প্রয়োজন। পরিচালক রাহুল ঢোলাকিয়া ও স্ক্রিপ্ট লেখকরা যেভাবে তাঁর জন্য ‘রইস’-এর চরিত্র নির্মিত করেছেন, সে জন্য তাঁদের ধন্যবাদ দিয়েছেন তিনি।
২৫ জানুয়ারি, একদিনে মুক্তি পাচ্ছে ‘কাবিল’ ও ‘রইস’। এ ব্যাপারে শাহরুখ বলেছেন, ছবি মুক্তির তারিখ দীর্ঘদিন আগে ঠিক হয়ে গিয়েছিল। ‘কাবিল’-ও ওই দিন মুক্তি পাচ্ছে জেনে রইস-এর মুক্তি একদিন এগিয়ে আনেন তাঁরা। তা ছাড়া কাবিল শুরু হবে ইভনিং শোয়ে, ‘রইস’ রেগুলার শোয়ে। ২৬ তারিখ ছুটি থাকায় একদিন মুক্তি এগিয়ে আনার সিদ্ধান্ত, যাতে ছুটিতে বেশি সংখ্যক মানুষ ছবি দেখতে আসেন।
নোট বাতিলের প্রভাব কমছে, স্বাভাবিকভাবেই চলবে 'রইস', আশা শাহরুখের
ABP Ananda, Web Desk
Updated at:
08 Dec 2016 12:29 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -