চেন্নাই : অবশেষে করোনামুক্ত শাহরুখ খান (Shah Rukh Khan)। বৃহস্পতিবারই তিনি 'জওয়ান'-এর সহ-অভিনেত্রী নয়নতারার (Nayanthara) বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে যান মহাবলিপুরমে । তামিল ছবির পরিচালক-প্রয়োজক ভিগনেশ শিবনের সঙ্গে সাঁতপাকে বাঁধা পড়ছেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। 


দিনকয়েক আগেই করোনা আক্রান্ত হন বলিউডের বাদশা। সেই খবর পেয়ে ট্যুইট করে 'সুপারস্টার'-এর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। অবশেষে ভাইরাসমুক্ত কিং খান। সহ-অভিনেত্রীর বিয়েতে যোগ দিতে যাওয়ার জন্য নজরকাড়া সাজ দেখা যায় শাহরুখের গায়ে। তাঁর ম্যানেজার পূজা দাদলানি ইনস্টাগ্রামে অভিনেতার লুকের কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, "নয়নতারার বিশেষ দিনের জন্য।" ফিল্মমেকার অ্যাটলিও শাহরুখ খানের সঙ্গে ছবি শেয়ার করেছেন। ছবিতে অ্যাটলিকে শাহরুখ ও পূজার সঙ্গে দেখা যাচ্ছে। এদিকে শাহরুখের ছবিতে একের পর এক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।


 আরও পড়ুন ; আগামীকাল বিয়ের পিঁড়িতে বসবেন শাহরুখের এই নায়িকা


নয়নতারা-ভিগনেশ সম্পর্ক-


আজ, ৯ জুন বিয়ের পিঁড়িতে নয়নতারা-ভিগনেশ। প্রসঙ্গত, 'নানুম রাউডি ধন' ছবির সেট থেকে সম্পর্ক শুরু হয় নয়নতারা এবং ভিগনেশের। তাঁদের সম্পর্ক এবার বিয়ের পূর্ণতা পেতে চলেছে। ২০১৫ থেকে শুরু হওয়া এই সম্পর্কের বাগদান হয়ে গিয়েছে ২০২১ সালে। ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়। মাস খানের আগেই ছবির প্রচারে এসে দুই তারকা তাঁদের নতুন জীবন শুরু করতে চলার ইঙ্গিত দেন। এক সাক্ষাৎকারে পরিচালক ভিগনেশ জানান যে, শীঘ্রই তাঁরা নতুন জীবন শুরু করবেন। সদ্যই তিনি বলেন, 'পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি। আমি আমার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আগামী ৯ জুন আমি আমার ভালোবাসা নয়নতারাকে বিয়ে করতে চলেছি। যেখানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ ব্যক্তিরা। বন্ধু, পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমরা বিয়ে করব।'