মুম্বই: লস অ্যাঞ্জেলেসে ছুটি কাটাতে গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানে গিয়ে তিনি ধূমপান করেননি। ট্যুইটারে একটি ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন স্বয়ং শাহরুখ। ছবিতে দেখা যাচ্ছে, বলিউডের এই সুপারস্টার একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন, যেটায় লেখা আছে, স্মোকিং এরিয়া। আসন্ন ছবি জব হ্যারি মেট সেজলের প্রচার থেকে সাময়িক বিরতি নিয়েছেন শাহরুখ। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। ছবিটি মুক্তি পাওয়ার কথা ৪ অগাস্ট।