মুম্বই: দীর্গ প্রতীক্ষার পর আসছে 'পাঠান' (Pathaan)। চার বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। শেষ তাঁকে দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। সেটি বক্স অফিসে ব্যর্থ হয়। তারপর দীর্ঘ বিরতি নিয়ে ফিরতে চলেছেন তিনি। স্বাভাবিকভাবেই দর্সকদের উত্তেজনা তুঙ্গে। সাধারণত বর্তমানে সমস্ত ছবির প্রচারের জন্য ছোট পর্দার নানা অনুষ্ঠানে যাওয়ার প্রচলন রয়েছে। সলমন খানের শো 'বিগ বস' (Bigg Boss) থেকে কপিল শর্মার শো 'দ্য কপিল শর্মা শো'তে ছবির প্রচারে আসতে দেখা যায় তারকাদের। কিন্তু জানেন কি শাহরুখ খান তাঁর ছবি 'পাঠান'-এর প্রচার করতে 'বিগ বস' কিংবা 'দ্য কপিল শর্মা শো'-তে যেতে চান না। কেন?
কেন 'বিগ বস'-এর ঘরে 'পাঠান' প্রচার করতে চান না কিং খান?
সাধারণত ছবির প্রচার করতে সলমন খানের শো 'বিগ বস'-এ আসতে দেখা যায়। কিন্তু জানা যাচ্ছে, কিং খান মোটেই চান না 'বিগ বস'-এর (Bigg Boss 16) ঘরে ছবির প্রচার করতে। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, 'পাঠান' মুক্তি পাওয়ার আগে কোনও সাক্ষাৎকার দিতে কিংবা কোনও রিয়েলিটি শোতে যেতে দেখা যায়নি শাহরুখ খানকে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন কিং খান। কিন্তু ছবির প্রচার করতে যাননি কোথাও। সূত্রের খবর, 'পাঠান' নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ছবি মুক্তির আগে সংবাদমাধ্যমে কোনও সাক্ষাৎকার চায় না। ছবির প্রসঙ্গে শাহরুখ খানের বিশেষ ভিডিও পোস্ট করা হয়েছে যশরাজ ফিল্মসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে। আরও শোনা যাচ্ছে, কোনও রিয়েলিটি শোয়ে ছবির প্রচার করতে চান না খোদ কিং খান। সেই কারণেই মূলত 'বিগ বস'-এ দেখা যাবে না শাহরুখ খান কিংবা 'পাঠান' টিমকে।
আরও পড়ুন - Priyanka Chopra: কেন সন্তান জন্মের জন্য সারোগেসিকে বেছে নিতে হয়েছিল? এতদিনে জানালেন প্রিয়ঙ্কা চোপড়া
প্রসঙ্গত, এখনও পুরোদমে 'পাঠান' ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়নি। দেশের কোনও কোনও প্রান্তে শুরু হয়েছএ অগ্রিম টিকিট বুকিং। তারইমধ্যে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১ লক্ষ ১৭ হাজার টিকিট অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। ফলে, কিং খানের কামব্যাক ছবি যে, বক্স অফিসে ঝড় তুলতে চলেছে, তা খানিকটা আন্দাজ করাই যাচ্ছে। 'পাঠান' ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও খলনায়কের চরিত্রে রয়েছেন জন আব্রাহাম।