নয়াদিল্লি: বলিউড অভিনেতা শাহরুখ খান বর্তমানে তাঁর আগামী সিনেমা 'জিরো'-র প্রচারে ব্যস্ত। এই উপলক্ষ্যে বিভিন্ন ইভেন্টে দেখা যাচ্ছে তাকে। সাক্ষাত্কারও দিচ্ছেন তিনি। এরইমধ্যে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবন নিয়েও খোলাখুলি কথাবার্তা বলতে শোনা গিয়েছে তাঁকে। 'জিরো'-র প্রচারে একটি সাক্ষাত্কারে শাহরুখ জানিয়েছেন, দীপিকা পাড়ুকোন তাঁর ছোট ছেলে আব্রামকে প্রথম উপহার হিসেবে কী দিয়েছিলেন।
সাক্ষাত্কারে শাহরুখ বলেন, ইন্ডাস্ট্রির প্রচুর লোকজন আব্রামকে ভালোবেসেছে। আব্রামের জন্মের পর দীপিকা পাডুকোন ওর জন্য জামাকাপড় নিয়ে এসেছিল।



শাহরুখের সঙ্গে দীপিকার সুসসম্পর্কের কথা সবারই জানা। শাহরুখের সঙ্গে 'ওম শান্তি ওম' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল দীপিকার। এছাড়াও শাহরুখের সঙ্গে 'চেন্নাই এক্সপ্রেস' সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা।
সাক্ষাত্কারে শাহরুখ তাঁর মেয়ে সুহানা খানের পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেছেন। সম্প্রতি সুহানাকে ইংল্যান্ডে মঞ্চে অভিনয় করতে দেখা গিয়েছিল। শাহরুখ জানিয়েছেন, এই পারফরম্যান্সে সুহানা খুব খুশি হয়েছিল।
শাহরুখ বলেছেন, আমার মনে হয়, ও খুব সুন্দর পারফর্ম করেছিল। শেক্সপিয়রের মাটিতেই জুলিয়েটের ভূমিকায় মেয়েকে অভিনয় করতে দেখার মতো সুন্দর মুহূর্ত আর হয় না। একজন অভিনেতার কাছেও এটা সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।