পারথ:# অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে কার্যত খাদের কিণারায় ভারত। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৫ উইকেটে ১১২। জয়ের জন্য এখনও প্রয়োজন ১৭৫ রান। হাতে রয়েছে পাঁচ উইকেট। ক্রিজে রয়েছেন হনুমা বিহারী(২৪) ও ঋষভ পন্ত (৯)।
রান তাড়া করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলকে হারিয়ে ধাক্কা খায় ভারত। ১৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে যায় ভারতের। আউট হন চেতেশ্বর পূজারা। এরপর মুরলী বিজয়ের সঙ্গে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু দলের ৪৮ রানের মাথায় নাথন লায়নের বলে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন কোহলি (১৭)। বিজয়ও বেশিক্ষণ টিকতে পারেননি। দলের ৫৫ রানে আউট হন তিনি। ২০ রান করেন বিজয়। রাহানে ও হনুমা বিহারীর পঞ্চম উইকেট জুটি কিছুক্ষণ লড়াই চালানোর পর ভেঙে যায়। হ্যাজেলউডের বলে আউট হন রাহানে(৩০)। ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ও লায়ন দুটি করে উইকেট পেয়েছেন। একটি উইকেট নিয়েছেন স্টার্ক।
# চা-পানের বিরতি পর্যন্ত ভারতের রান ২ উইকেটে ১৫। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় ও কোহলি।
২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আউট হয়ে গেলেন ওপেনার লোকেশ রাহুল। স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই আউট হন রাহুল। এই টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিরাশ করলেন রাহুল। এরপর চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে আঘাত হানলেন হ্যাজেলউড। ১৩ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
#পঞ্চম উইকেটে অধিনায়ক টিম পেইন ও উসমান খোয়াজার ৭২ রানের পার্টনারশিপে ভর করে পারথ টেস্টে ভারতের সামনে বড় রানের লক্ষ্য ছুঁড়ে দিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৪৩ রানে অল আউট হয়েছে। জিততে হলে ভারতকে করতে হবে ২৮৭ রান।
এর আগে ৪ উইকেটে ১৩২ রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। লাঞ্চ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে যায় পেইন ও খোয়াজার জুটি। লাঞ্চে তাদের রান ছিল ৪ উইকেটে ১৯০। লাঞ্চের পর ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দেন মহম্মদ সামি। তাঁর বলে ৩৭ রান করে আউট হন পেইন। এরপর চোটের কারণে আহত ও অবসৃত হওয়া অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ফের ব্যাট করতে নামেন। কিন্তু আর কোনও রান না করেই সামির বলেই আউট হন তিনি। ১৯২ রানেই অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন ঘটে। উসমান খোয়াজাকেও আউট করেন সামি। খোয়াজা করেন ৭২ রান। জসপ্রিত বুমরাহ কিছুক্ষণের মধ্যেই ফিরিয়ে দেন প্যাট কামিন্স (১)-কে। ১৯৮ রানে অষ্টম উইকেটের পতন ঘটে। এরপর নাথন লায়ন (৫)-কে আউট করে আঘাত হানেন সামি। ২০৭ রানে নবম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। শেষ উইকেটে তীব্র লড়াই করেন মিচেল স্টার্ক (১৪) ও হ্যাজেলউড (১৭)। শেষপর্যন্ত বুমরাহর বলে স্টার্ক আউট হয়ে যান। শেষ উইকেটে মূল্যবান ৩৬ রান যোগ হয়।
ভারতের হয়ে সামি ৫৬ রানে ৬ ও বুমরাহ ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন। ইশান্ত পেয়েছেন একটি উইকেট।
২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোণঠাসা ভারত, দিনের শেষে সংগ্রহ ৫ উইকেটে ১১২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2018 12:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -