নয়াদিল্লি: ২০০২ সালে মুক্তি পায় 'দেবদাস' (Devdas)। সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গে ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), জ্যাকি শ্রফ (Jackie Shroff) প্রমুখ। মুক্তির ২ দশক পেরিয়ে যাওয়ার পরও এখনও এই ছবি দর্শকের মনে টাটকা, অনেকের মতেই পরিচালকের অন্যতম সেরা কাজ। নিজের অভিনয় দক্ষতায় দর্শককে মন্ত্রমুগ্ধ করেছিলেন কিং খান। কিন্তু জানেন কি, প্রথমে এই চরিত্র করতে একেবারেই রাজি হননি তিনি? অভিনেতা নিজেই জানালেন সেই কথা। 


'দেবদাস' চরিত্রের ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, কীভাবে রাজি হলেন?


৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। সেখানেই এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছিল। 'দেবদাস' স্ক্রিনিংও হয়। অভিনেতা সেখানেই বলেন, 'এটা খুবই স্পেশাল ছবি। 'দেবদাস' এমন একটা ছবি যেটা মা দেখতে ভালবাসতেন, বাবা প্রায়ই এটা নিয়ে কথা বলতেন। দিলীপ কুমারের অন্যতম ক্লাসিক সিনেমা। এদেশে একাধিকবার এই ছবি তৈরি হয়েছে এবং এটি এমন এক পুরুষের গল্প যে মদ্যপান করে, প্রেমিকাকে কথা দিয়ে রাখে না, চলে যায়। আমার ছোটবেলায় এটার কোনও অর্থ খুঁজে পেতাম না আমি। অনেক বছর পর, শ্রী সঞ্জয় লীলা ভনশালী, যাঁকে আমি আমাদের সময়ের অন্যতম প্রতিভাবান পরিচালক বলে মনে করি, তিনি এসে বলেন 'আমি চাই তুমি দেবদাস করো'।' শাহরুখ জানান তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।


তিনি বলেন, 'আমি বলেছিলাম, না, ও (চরিত্রটি) একটা হতভাগ্য, মদ্যপ। আমি দেবদাস হওয়ার পক্ষে খুবই 'কুল'!' এরপর ধীরে ধীরে পরিচালকের আশায় জল পড়তে শুরু করে। তবে বেরিয়ে যাওয়ার আগে নাকি সঞ্জয় লীলা ভনশালী বলে যান, 'তুমি না করলে এই ছবি আমি বানাব না, কারণ তোমার চোখদুটো দেবদাসের মতো। আমি অন্য কাউকে কাস্ট করব না।' এরপর এক বছর প্রায় এই ছবিতে হাত দেননি পরিচালক। তারপর আবার দেখা করেন ভনশালী ও শাহরুখ। অভিনেতা বলেন, 'আমি বললাম, 'আচ্ছা, যদি তুমি আমার মতো চোখ খুঁজে না পাও তাহলে আমি ছবিটা করব।' আবারও বলি, আমি সৌভাগ্যবান যে ঐশ্বর্যা ও মাধুরী, জ্যাকি শ্রফের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। ওই চরিত্রে কাজ আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।' 


তবে একইসঙ্গে তিনি এও বলেন যে তিনি চাইবেন না কেউ দেবদাসের মতো চরিত্রকে নিজের আদর্শ ভাবুন। তিনি বলেন, 'আমি এমন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি না যাঁরা মহিলাদের অসম্মান করেন। সত্যি বলছি। আমি চাইনি সিনেমায় এই চরিত্রটাকে কেউ পছন্দ করুক কারণ মানে একজন মহিলা চরিত্র আছেন এবং তার সঙ্গ দেওয়ার কথা দিতে পারে না। আমি চেয়েছিলাম এই চরিত্রটা মানুষের কাছে মেরুদণ্ডহীন মনে হোক। এমন মানুষ জীবনের আদর্শ হওয়া উচিত নয়। হ্যাঁ, চরিত্রায়ণ হয়তো ভাল হয়েছিল। আমি মনে করি ভনশালী সিনেমাটা অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছিল। গোটা নাটকীয়তায় বুঁদ হওয়া যায় এবং সকলেই সেটা উপভোগ করেন। কিন্তু আমি মনে করি কারও দেবদাস হওয়ার ইচ্ছা থাকা ভাল। এই ছবি উপভোগ্য কিন্তু এমন চরিত্রকে বাড়ি নিয়ে যায় না কেউ।'


আরও পড়ুন: Sukesh-Jacqueline: জন্মদিনে অভিনেত্রীকে প্রমোদতরী উপহার সুকেশের, নাম রাখলেন 'লেডি জ্যাকলিন'


দেবদাসের চরিত্রে শাহরুখ খান, পার্বতী ওরফে পারোর চরিত্রে ঐশ্বর্যা রাই বচ্চন, চন্দ্রমুখীর চরিত্রে মাধুরী দীক্ষিত মন জয় করেন সকলের। ছবির গানগুলি আজও শ্রোতাদের মনে টাটকা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।