মুম্বই: গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান' (Pathaan)। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 'জিরো'র ব্যর্থতার পর দীর্ঘ বিরতি। কিং খানের পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন দর্শকেরা। চার বছর পর ফিরলে কীভাবে তিনি ফেরেন, তা দেখার অপেক্ষায় ছিলেন তাঁরা। অপেক্ষার অবসান হয়েছে। দর্শকদের উচ্ছ্বাস, উত্তেজনা এবং অপেক্ষার প্রভাব পড়েছে 'পাঠান'-এর বক্স অফিস কালেকশনে। যা ইতিমধ্যেই একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে অনলাইন চ্যাটিং সেশন চলছিল শাহরুখ খানের। সেখানেই তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন। জানালেন, স্ত্রী গৌরীর (Gauri Khan) সঙ্গে তাঁর সুখী দাম্পত্যের রহস্য কী।
ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা শাহরুখ খান-
অনলাইন চ্যাটিং সেশনে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বলিউডের বাদশা শাহরুখ খান। কখনও তাঁকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন নেটিজেনরা। কখনও আবার পেশাগত জীবন নিয়ে। সেখানেই এক নেটনাগরিক শাহরুখ খানকে তাঁর সুখী দাম্পত্যের রহস্য নিয়ে জিজ্ঞাসা করেন। জানতে চান, তাঁর এবং গৌরীর দাম্পত্যের রহস্য কী। ঘুরপথে নয়, বিবাহিত জীবন নিয়ে স্পষ্ট উত্তর দেন কিং খান। স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর স্ত্রী গৌরী অত্যন্ত সহজ মনের মানুষ। তিনি পরিবারের সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন। পরিবার এবং ভালোবাসার ভালো দিকগুলো নিয়েই চলতে পছন্দ করেন। নিজের সেই বিশ্বাস সকলের মধ্যেও ছড়িয়ে দেন গৌরী। তাঁর সুখী দাম্পত্যের রহস্য এটাই। কিং খানের উত্তরে আপ্লুত তাঁর অনুরাগীরা তাঁকে আরও ভালোবাসায় ভরিয়ে দেন।
আরও পড়ুন - Kangana Ranaut: আলিয়া দাদাসাহেব ফালকে পেতেই নিজের সেরাদের তালিকা প্রকাশ করলেন কঙ্গনা
এছাড়াও একাধিক প্রশ্নের মুখোমুখি হন শাহরুখ খান। তাঁকে জিজ্ঞাসা করা হয়, নিজের অভিনীত ছাড়া অন্য কোনও ছবির তাঁর সবথেকে পছন্দের দৃশ্য কোনটি। শাহরুখ খান জানান অমিতাভ বচ্চনের 'অমর আকবর অ্যান্টনি'র একটি দৃশ্যের কথা।
প্রসঙ্গত, মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'পাঠান'। দেশের গণ্ডী পেরিয়ে বিশ্বজুড়ে এই ছবির ব্যাপক ব্যবসা করছে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ছবি বিশ্বজুড়ে হাজার কোটির বক্স অফিস কালেকশন পেরিয়ে গিয়েছে। ভেঙে দিয়েছে বহু ছবির রেকর্ড। প্রেক্ষাগৃহগুলিতে এখনও রমরমিয়ে চলছে কিং খানের এই ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে আরও বেশ কিছু ছবি। কিন্তু তাতে 'পাঠান'-এর বক্স অফিস কালেকশনে কোনও প্রভাব পড়েনি। বরং, বাকি ছবিগুলির ব্যবসাই কিছুটা কমেছে 'পাঠান'-এর দাপটের কারণে। এমনটাই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। এখন দেখার শেষ পর্যন্ত কত কোটির ব্যবসা করে তবে থামে 'পাঠান'।