মুম্বই: কমিকস এবং সাহিত্যের যে কোনও কৌতুকপূর্ণ চরিত্রের অন্ধ ভক্ত বলিউড বাদশা শাহরুখ খান। ছোটবেলায় কমিকস বই কেনার জন্যে এমনকি আত্মীয়-বন্ধুর থেকে টাকাও ধার নিতেন তিনি। নিজের শৈশবের এমন কিছু গোপন কথা বাদশা নিজে মুখেই নিকোলোডিয়ান কিডস চয়েস অ্যাওয়ার্ডের মঞ্চে ফাঁস করেছেন। এই অনুষ্ঠান মঞ্চে শাহরুখকে শিশুদের আইকন অফ দ্য ইয়ারের সম্মান দেওয়া হয়েছে।
সেই অনুষ্ঠান মঞ্চেই বাদশা জানান, ছোটবেলায় তিনি শুধু বড় হতে চাইতেন। আর বড় হয়ে তিনি নিজের শৈশবে ফিরে যেতে চান। শৈশবই মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়। এই সময় প্রত্যেক মানুষ নিজের জীবনের সবচেয়ে ভাল সময় কাটায়, কারণ তখন জীবনের প্রতি কারও কোনও দায়বদ্ধতা থাকে না, মত শাহরুখের।
কার্টুনের অন্ধ ভক্ত বাদশা, সারাদিনের কর্মব্যস্ততার পরও বাড়ি ফিরে এসে অনেক সময়ই কার্টুন দেখেন।
অনুষ্ঠান মঞ্চে পাঁচ মিনিটের বক্তৃতায় শাহরুখ তাঁর জীবনে তাঁর বাবার অবদানের কথাও জানান। তিনি মনে করেন মানুষের সবচেয়ে বড় সম্পদ শিক্ষা, এবং জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার জন্যে শিক্ষার কোনও বিকল্প নেই। তাঁর বাবা খুবই শিক্ষিত ছিলেন, কিন্তু গরিব ছিলেন, কারণ তিনি জীবনে কখনও কোনও চাকরি পাননি।
বাবা সম্পর্কে বলতে গিয়ে আবেগাপ্লুত শাহরুখ জানান, তাঁর বাবা যখনই যা ব্যবসা করেছেন, সবই বন্ধ হয়ে গেছে। তবে পয়সা না থাকলেও, বাবার ভালবাসায় কোনওদিন কোনও খামতি ছিল না। শাহরুখের প্রত্যেক জন্মদিনে তাঁর বাবা তাঁকে কিছু কিনে দিতে না পারলেও, নিজের কোনও জিনিষ দিয়ে দিতেন। সেই থেকেই শাহরুখ বহু নতুন কিছু শিখেছেন।
বাবা ছিলেন খুব গরিব, ছোটবেলায় ধার করে কমিকস কিনতেন শাহরুখ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Dec 2016 04:34 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -