১৯ জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে ডিজনি-র লাইভ অ্যাকশন ছবি ‘দ্য লায়ন কিং’। ছবির হিন্দি ভার্সনে কিং মুফাসার মুখে শোনা যাবে শাহরুখ কণ্ঠ। আর তার ছেলে শিম্বার চরিত্রে গলা দিয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান। তবে খান-পরিবারের এই ‘দ্য লায়ন কিং’-প্রীতি নতুন নয়, সে-কথা জানিয়েছেন শাহরুখ নিজেই।
একবার-দুবার নয়, বার চল্লিশেক ‘দ্য লায়ন কিং’-এর পুরানো ভার্সনটি দেখেছেন শাহরুখ। ১৯৯৪ তে ওয়াল্ট ডিজনি ফিচার অ্যানিমেশনের প্রযোজনায় মুক্তি পায় আমেরিকান অ্যানিমেটেড মিউজক্যাল ছবি ‘দ্য লায়ন কিং’। এবারে একেবারে নতুন মোড়কে মুক্তি পাবে ছবিটি।
কিং খান জানিয়েছেন, আরিয়ান, সুহানা আর আবরাম তিনজনেরই ছোটবেলার অন্যতম প্রিয় ছবি ‘দ্য লায়ন কিং’। বাচ্চারা বায়না করলে, বাড়িতেই তৈরি করা হত সিনেমা হলের পরিবেশ। বাড়িতেই তৈরি করা হত পিৎজ়া বা ধোসা। তারপর সপরিবারে দেখা হত ছবিটি।
‘আমি অন্তত ৪০ বার ছবিটি দেখেছি। হয়ত পুরো ছবিটা নয়! তবে আগে ও এখন, যখনই বাচ্চারা ছবিটি দেখে, আমিও দেখি।’
সেই ভালবাসা থেকেই এবার মুফাসার ঠোঁটে কথা বলেছেন তিনি। ছেলে-মেয়েদের সঙ্গে বসে কী ছবি দেখবেন, যখনই ভাবেন, তখনই মাথায় আসে লায়ন কিং-এর কথা।
‘শুধু আগে নয়, এখনও ছুটির দিনে সবাই মিলে একসঙ্গে বসে ছবি দেখার পরিকল্পনা করলেই মাথায় আসে ‘দ্য জঙ্গল বুক’ কিংবা ‘দ্য লায়ন কিং’-এর কথা।’, বললেন শাহরুখ।
আগামী ১৯ জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ছবিটি। ইংলিশ সহ ভারতে হিন্দি, তামিল ও তেলেগুতে মুক্তি পাবে ছবিটি।
কম করে ৪০ বার দেখেছি ‘দ্য লায়ন কিং’: শাহরুখ
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jul 2019 09:29 AM (IST)
‘আমি অন্তত ৪০ বার ছবিটি দেখেছি। হয়ত পুরো ছবিটা নয়! তবে আগে ও এখন, যখনই বাচ্চারা ছবিটি দেখে, আমিও দেখি।’, জানালেন কিং খান।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -