নয়াদিল্লি: শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'জওয়ান'-এর (Jawan) অ্যাকশন সিক্যোয়েন্স ফাঁস অনলাইনে (Action Sequence Leaked Online)? সোশ্যাল মিডিয়ায় এমনই গুঞ্জন। 'পাঠান' ছবির অভাবনীয় সাফল্যের পর 'জওয়ান' ছবিতে ফের দুর্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে কিং খানকে। সেই শ্যুটিংয়েই ব্যস্ত তিনি। এরইমধ্যে শোনা যাচ্ছে অনলাইনে নাকি লিক হয়ে গেছে 'জওয়ান'-এ বাদশাহের অ্যাকশন দৃশ্য।


'জওয়ান'-এ অ্যাকশন দৃশ্য ফাঁস অনলাইনে?


সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু পোস্ট হলে তা ভাইরাল হতে তো বিশেষ সময় লাগে না। একটি পাঁচ থেকে ছয় সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়েছে তেমনই। সেখানে দেখা যাচ্ছে 'পাঠান' তারকা, ছোট চুল, হালকা দাড়ি মুখে গুণ্ডা পেটাচ্ছেন। মুখে একটা সিগারও ধরে রেখেছেন। স্লো-মোশনে শ্যুট করা ভিডিওটি। 


প্রসঙ্গত, এই ভিডিও ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে, কারণ সেটি 'রেড চিলিজ্'-এর কপিরাইট নীতি লঙ্ঘন করছিল। কিন্তু ট্যুইটারে এখনও 'হ্যাশট্যাগ জওয়ান' ট্রেন্ড করছে। অনেকেই সেই ভিডিও এখনও পোস্ট করে চলেছেন। অনুরাগীরাও উচ্ছ্বসিত। অনেকেই রিট্যুইট করে চলেছেন সেই ভিডিও। 


এক অনুরাগী লেখেন, 'ট্যুইটারের এই মুহূর্তের পরিস্থিতি... এই ভাইরাল ক্লিপেই জওয়ান নিয়ে এমন উন্মাদনা। টিজার বা ট্রেলার মুক্তি পেলে কী হবে ভাবার বিষয়।' অপর একজন লেখেন, 'পাঠান তো ট্রেলার ছিল। জওয়ান পুরো দৈত্য হবে।' অপর একজন লিখেছেন, 'একটা ফাঁস হওয়া ভিডিও আর তাতেই সোশ্যাল মিডিয়া কেঁপে গেছে।'


প্রসঙ্গত, এর আগেও 'জওয়ান'-এর সেট থেকে শাহরুখের বিশেষ লুক ভাইরাল হয়ে গিয়েছিল। গোটা মুখে ব্যান্ডেজ সমতে পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। ১ ফেব্রুয়ারি সেই লুকেই শ্যুটিং সেট থেকে ভাইরাল হয়ে যায় অভিনেতার একটি ছবি। সেই ছবিতে দেখা যায় শাহরুখ খানের গোটা মুখ ব্যান্ডেজে ঢাকা। চোখ খোলা, বেরিয়ে আছে চুলের লম্বা 'লকস'। ছবি ভাইরাল হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা। সকলেই উত্তেজিত। এক নেটিজেন মন্তব্য করেন, 'রাজা এখন থামবেন না। উনিই সেরা।' অপর একজন লেখেন, 'বাহ্... পাঠান এখন জওয়ান।'


আরও পড়ুন: Deepika Padukone: অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে লস এঞ্জেলেসে পাড়ি দিলেন দীপিকা


অ্যাটলির পরিচালনায় অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'জওয়ান'-এ মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সঙ্গে অবশ্যই থাকবেন নয়নতারা ও বিজয় সেতুপতি। এই ছবিতেও অজস্র অ্যাকশন দৃশ্য থাকবে বলে জানা গেছে। ইতিমধ্যেই মুক্তি পাওয়া টিজারেও তা স্পষ্ট। ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন শাহরুখ-পত্নী গৌরী খান, অর্থাৎ 'রেড চিলিজ্ এন্টারটেনমেন্ট'।