The Archies: বলিউডে পা রাখতে চলেছেন সুহানা, মেয়েকে কী মনে করিয়ে দিলেন কিং খান?

মেয়ের প্রথম ছবির টিজার ও পোস্টার মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় সুহানার (Suhana Khan) উদ্দেশে বিশেষ বার্তা দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

Continues below advertisement

মুম্বই: বেশ কিছুদিন ধরেই শাহরুখ খান (Shah Rukh Khan) কন্যা সুহানার (Suhana Khan) বলিউডে আত্মপ্রকাশের নানা খবর শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল, নামী কোনও পরিচালকের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ হবে কিং খান কন্যার। অবশেষে আজ প্রকাশ্যে এল ছবির পোস্টার এবং টিজার। পরিচাবক জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' (The Archies) দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন তিন তিনজন স্টার কিড। সুহানা খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে বনি কপূর কন্যা খুশিকে এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। মেয়ের প্রথম ছবির টিজার ও পোস্টার মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় সুহানার উদ্দেশে বিশেষ বার্তা দিলেন শাহরুখ খান।

Continues below advertisement

সুহানার উদ্দেশে শাহরুখের বিশেষ বার্তা-

এদিন বলিউড বাদশা শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য আর্চিস' ছবির টিজার এবং পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন বেশ কিছু কথা। মেয়ের প্রশংসা করার পাশাপাশি তাঁকে অভিনেতা হিসেবে অনেক বেশি দয়ালু হওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন কিং খান।

আরও পড়ুন - Jayeshbhai Jordaar: দুর্বল শুরু, প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'জোয়েসভাই জোরদার'?

প্রসঙ্গত, এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অমিতাভ বচ্চন, জোয়া আখতার শেয়ার করে 'দ্য আর্চিস' ছবির পোস্টার ও টিজার শেয়ার করেছেন। আর তা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন নবাগতা অভিনেত্রী সুহানা খান এবং খুশি কপূর। যদিও অগস্ত্যা নন্দা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। জোয়া আখতার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'দ্য আর্চিস' ছবির পোস্টার ও টিজার শেয়ার করে লিখেছেন, ''স্মৃতির সরণি বেয়ে চলার জন্য প্রস্তুত হন। কারণ 'দ্য আর্চিস' আসছে শুধুমাত্র নেটফ্লিক্সে।'' আগামী বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। যদিও মুক্তির দিন এখনও প্রকাশ করা হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। ইতিমধ্য়েই যে টিজার মুক্তি পেয়েছে, তাতে তিন স্টার কিডের অভিনয়ের সামান্য ঝলক দেখা যাচ্ছে। যাতে উচ্ছ্বসিত নেট নাগরিকরা।

Continues below advertisement
Sponsored Links by Taboola