কলকাতা : বিধানসভা ভোটের আগের বছরই হঠাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেবের ইস্তফা। এনিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এদিকে বিপ্লব দেবকে ট্যুইটে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। "প্রচুর ক্ষতি করেছেন। তা এতটাই বেশি যে বিজেপি-র সর্বভারতীয় নেতৃত্বও তাঁর অযোগ্যতা নিয়ে হতাশ।" লেখা হল AITC-র ট্যুইটার হ্যান্ডেলে।


ট্যুইটারে তৃণমূলের তরফে লেখা হয়েছে, বিদায় । ত্রিপুরায় হাজার হাজার মানুষে আশাপূরণে ব্যর্থ মুখ্যমন্ত্রীর থেকে পরিত্রাণ মিলল ! ইতিমধ্যেই প্রচুর ক্ষতি করেছেন। তা এতটাই বেশি যে বিজেপি-র সর্বভারতীয় নেতৃত্বও তাঁর অযোগ্যতা নিয়ে হতাশ। ত্রিপুরায় তৃণমূলর সাফল্যে সেখানকার বিজেপিও স্তম্ভিত। তাই পরিবর্তন অপরিহার্য।



গতকালই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন বিপ্লব দেব । এর পর আজ ইস্তফা দেন। বিধানসভা ভোটের আগের বছরই হঠাৎ বিপ্লব দেবের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই রাজ্যপালের কাছে ইস্তফা দেন বিপ্লব দেব।


২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা বিপ্লব দেবের। কাল ফের অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন তিনি।


সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব জানিয়েছেন, তাঁকে দলীয় সংগঠন আরও মজবুত করার দায়িত্ব দিয়েছে দল।