নয়াদিল্লি: শাহরুখ-কন্যা সুহানা খান এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁর ছবি পোস্ট হওয়ার পর ভাইরাল হতেও বিশেষ সময় লাগে না। তাঁর স্পেশাল লুকের ছবি বেশ জনপ্রিয়। বলিউডে ডেবিউ না করেই সোশ্য়াল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোইং বেশ চোখে পড়ার মতো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সুহানার মতো হুবহু এক দেখতে একজন মেয়ে, যাকে বলে ডপলগ্যাঙ্গার (doppelganger)। তাঁর নাম ইশা জৈন। তিনিও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। তাঁর পোস্ট করা বিভিন্ন ছবি ও ভিডিও বেশ ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। কারণ নেটিজেনরা ইশা ও সুহানার মধ্যে প্রভূত মিল এড়িয়ে যেতে পারছেন না একেবারেই। এক বিনোদন সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ইশা জৈনের যমজ বোনও রয়েছে, যাঁর নাম ইশিকা জৈন।
'সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার' ইশা জৈনের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১২৯ হাজারেরও বেশি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের ছবি পোস্ট করতে থাকেন তিনি। সেগুলো ইনস্টাগ্রামে বেশ ভাইরালও হচ্ছে।
২০০০ সালের ২২ মে, শাহরুখ খান ও গৌরি খানের দ্বিতীয় সন্তান সুহানা খানের জন্ম হয়। তাঁদের প্রথম সন্তান অর্থাৎ সুহানার দাদা আরিয়ান খান আপাতত মাদক কাণ্ডে গ্রেফতার।