মুম্বই: গতবছর ২০২৩-এর সবচেয়ে বড় পাওনা ছিল শাহরুখ খানকে (Shah Rukh Khan) আবার বড় পর্দায় স্বমহিমায় দেখা। আমরা তাঁকে শেষবার বড় পর্দায় দেখেছিলাম ২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' (Zero) ছবিতে। তারপর দীর্ঘ ৪ বছর পর আবার কিংগ খান ফিরলেন 'পাঠান' (Pathaan) ছবির হাত ধরে। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। মুক্তির পরই সেই ছবি বক্স অফিসে ঝড় তুলে দেয়। বিশ্বব্যাপী ১০৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে এই ছবি। সেই বছরই শাহরুখের আরও একটি বড় ছবি মুক্তি পায় যার নাম, 'জওয়ান' (Jawan)। এই ছবিটি ১১৪৮ কোটি টাকার বেশি ব্যবসা করে। এই ছবিটি পরিচালনা করেছিলেন অ্যাটলি (Atlee)। এই ছবিটিও বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এইরকম দুটি বড় ছবি দেওয়া সত্ত্বেও তিনি থামেননি। ২০২৩ শেষ হয় বলিউড বাদশাহ-র আরও একটি ছবি দিয়ে। ছবিটির নাম, 'ডাঙ্কি' (Dunki), পরিচালনা করেছেন রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। এই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করেন এই দুই তারকা। 'ডাঙ্কি' ছবিটিও বেশ ব্যবসা করে বক্স অফিসে। এই ছবিটি ইতিমধ্যেই ২০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। এক কথায় বলা যায়, ২০২৩ সাল শাহরুখ খানের ছিল। এই তিন ছবি বিপুল ব্যবসা করার সঙ্গে একটি নতুন রেকর্ডও গড়ল।
২০২৩ শুরু হয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ছবির হাত ধরে। এই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে কমপক্ষে ৩.২০ কোটি দর্শক ভিড় করেছিলেন। সেই একই উন্মাদনা দেখা গিয়েছিল শাহরুখের পরবর্তী ছবি, 'জওয়ান'-এর ক্ষেত্রে। প্রেক্ষাগৃহে ৩.৯৩ কোটি দর্শক এসেছিলেন অ্যাটলি পরিচালিত, 'জওয়ান' দেখতে। ২০২৩ শেষ হয়েছিল রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি' দিয়ে। এই ছবিটি দেখতেও ১ কোটির বেশি দর্শক ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। তিনি প্রথম অভিনেতা যাঁর ছবি দেখতে এত পরিমাণ দর্শক প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন।
প্রসঙ্গত, এই তিন ছবির মধ্যে অ্যাটলি পরিচালিত, 'জওয়ান' ছবিটি সবচেয়ে বেশি ব্যবসা করে। ছবিতে শাহরুখ খান ছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম নয়নতারা (Nayanthara), সানিয়া মলহোত্র (Saniya Malhotra), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) প্রমুখ। ছবিতে বিজয় সেতুপতি (Vijay Sethupathi) খলনায়কেয় চরিত্রে অভিনয় করেছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে