মুম্বই: রুপোলি পর্দায় কামব্যাক হতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan)। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। এরপর দীর্ঘ বিরতি। বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' (Pathaan) দিয়ে পর্দায় ফিরতে চলেছেন কিং খান। দীর্ঘ পাঁচ বছর পর শাহরুখের কামব্যাকে উত্তেজিত তাঁর অনুরাগীরা। ছবিটির ঘোষণার পর থেকেই তাঁদের উত্তেজনা নজরে পড়ছে। আর মাত্র কয়েকটা দিন পরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পাঠান'। সম্প্রতি জানা গিয়েছে, পঞ্চাশ বছরের পুরনো একটি প্রেক্ষাগৃহে মর্নিং শো অর্থাৎ ৯টার শোয়ে দেখা যাবে শাহরুখ খানের এই ছবি।



সকাল ৯টার শোয়ে দেখা যাবে 'পাঠান', কোন প্রেক্ষাগৃহে?


সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পক্ষ থেকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানানো হয়েছে যে, মুম্বইয়ের বান্দ্রার গেটি প্রেক্ষাগৃহে মর্নিং শোয়ে দেখা যাবে 'পাঠান'। প্রথমবার। ১৯৭২ সালে তৈরি হয় এই প্রেক্ষাগৃহ। এরপর 'পাঠান'ই প্রথম কোনও ছবি হতে চলেছে, যা এই প্রেক্ষাগৃহে মর্নিং শোয়ে দেখানো হবে। আগামী ২৫ জানুয়ারি ছবির মুক্তি। ইতিমধ্যেই শাহরুখ খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই প্রেক্ষাগৃহ বুক করা হয়েছে। এবং ২৫ জানুয়ারি সেখানেই তাঁরা শাহরুখ খানের কামব্যাকের উদযাপন করবেন।


আরও পড়ুন - Minisha Lamba Birthday: ধূমকেতুর মতো উত্থান, ব্যর্থ বিবাহ, আশা জাগিয়েও কোথায় হারিয়ে গেলেন মিনিশা?


প্রসঙ্গত, শাহরুখ খানের অনুরাগীরা অত্যন্ত উত্তেজিত 'পাঠান' ছবিটিকে ঘিরে। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁদের মুম্বইয়ের টিম তৈরি রয়েছে। গেটি প্রেক্ষাগৃহ শুরু হওয়ার সময়কাল থেকে অর্থাৎ পঞ্চাশ বছরেরও বেশি সময়ে মর্নিং শোয়ে কোনও ছবি দেখানো হয়নি। 'পাঠান' ই প্রথম ছবি হতে চলেছে যা সকাল ৯টার শোয়ে দেখানো হবে। ইতিমধ্যেই সেখানে ৯৭২টি সিট বুকিং করা হয়ে গিয়েছে।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">