কলকাতা: 'টাইগার ভার্সেস পাঠান' নিয়ে ক্রমশই চড়ছে উন্মাদনার পারদ। এরইমধ্য়ে প্রকাশ্যে এল নতুন খবর। শোনাযাচ্ছে, এই ছবিটি হতে চলেছে বলিউডের সবথেকে বিগবাজেট ছবি। সূত্রের খবর অনুযায়ী, এই ছবির জন্য় নির্ধারিত হয়েছে ৩০০ কোটি টাকা। 


প্রযোজনা সংস্থার দাবি, “এই বাজেট একেবারেই যথাযথ। পাঠান হাজার কোটির বেশি ব্য়বসা করেছে। ও ডিজিটাল মাধ্য়মে এখনও আয় করছে। তাই স্পষ্ঠতই, 'টাইগার ভার্সেস পাঠান'- (Tiger vs Pathaan) এর এই ছবির থেকেও বেশি উপার্জনের সমস্ত সম্ভাবনা রয়েছে। শাহরুখ খান ও সলমান খানের মত দুই সুপারস্টার থাকার কারনে কোন সন্দেহ নেই যে 'টাইগার ভার্সেস পাঠান' সত্যিই একটি দুর্দান্ত সিনেম্য়াটিক অভিজ্ঞতা হবে।”


প্রসঙ্গত, কিছুদিন আগে প্রকাশ্য়ে এসেছিল যে, এই ছবিটি পরিচালনা করতে চলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সূত্রের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার সিদ্ধার্থ আনন্দের উপর অগাধ আস্থা রয়েছে। পাশাপাশি পরিচালক  সিদ্ধার্থ আনন্দের কাছেও  শাহরুখ ও সলমানের কাজ করতে পারা অনেকটা স্বপ্নের মত। আগামী বছর থেকেই শুরু হতে পারে ছবির শ্য়ুটিং। 


আরও পড়ুন...


জন্মদিনের পোস্টে স্বরাকে 'ভাই' সম্বোধন ফাহাদের! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?


পাঠান মুক্তির পর থেকেই শাহরুখ-সলমন জুটির রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। তাই এই ডুয়োকে পর্দায় আবার করে দেখা যাবে তা নিয়ে দর্শকের মধ্য়ে তৈরি হয়েছে উন্মাদনা। প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছিল 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল।


অন্য়দিকে, গত ২৪শে ফেব্রুয়ারী  বাংলাদেশে মুক্তি পেয়েছিল 'পাঠান'(Pathan)। সবথেকে আশ্চর্য বিষয়. দীর্ঘ ৮ বছর পর,বাংলাদেশে মুক্তি পেল কোনও বলিউড ছবি।