নয়া দিল্লি: অস্কার (Oscar) জিতে বিশ্বের মঞ্চে ভারতকে গর্বিত করেছে 'দ্য এলিফ্যান্টস হুইস্পারার্স' (The Elephant Whisperers)। সেই খবর পেতেই পরিচালকদের ট্যুইটে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশ্বের মন জয় করা স্বল্পদৈর্ঘ্যের এই তথ্যচিত্রে অভিনয় করা মাহুত দম্পতি বোম্মান এবং বেলির সঙ্গে এবার দেখা করলেন নরেন্দ্র মোদি। 


তামিলনাড়ুর থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে গিয়ে 'এলিফ্যান্টস হুইস্পারার্স'দের সঙ্গে দেখা করলেন মোদি। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়। অস্কারজয়ীদের সঙ্গে আলাপ করে প্রধানমন্ত্রী ঘুরে দেখলেন থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পটিও। সেখানে দেখা করেন রঘুর সঙ্গেও। অস্কারজয়ী ছবির মূল চরিত্রের একজন এই হস্তিশাবকটিও। মোদি কাছে যেতেই শুঁড় দিয়ে আদর করে সে। 



ফেসবুক, ট্যুইটারে সেই ছবি শেয়ারও করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ' ‘বোম্মান এবং বেলি আর তাঁদের সঙ্গে বোম্মি ও রঘুর সঙ্গে দেখা করে খুব ভাল লাগল’। অস্কারজয়ী হস্তিশাবককে দেখে আপ্লুত নেটিজেনরাও। ভাইরাল হয়েছে সেই ছবিগুলি। 






আরও পড়ুন, 'জীবনে কিছু মানুষকে ভোলা অসম্ভব', সৌরভের সঙ্গে সম্পর্কের দিকে ইঙ্গিত নাগমার?


হস্তিশাবক রঘুর মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে কীভাবে এই দম্পতি দিনরাত এক করে সন্তান স্নেহে তাকে বড় করে তুলেছেন বোম্মান-বেলি তা উঠে এসেছে পরিচালক কার্তিকীর ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এ। মোদীর সফর ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এলিফ্যান্ট ক্যাম্পে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর আসার জন্য এলাকার সব হোটেল, এলিফ্যান্ট সাফারিতে গত ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।                                                                                    


এর আগে বোম্মান, বেলি এবং রঘুর সঙ্গে দেখা করে গিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। সংবর্ধনা জানানোর পাশাপাশি এক লক্ষ টাকা করে পুরস্কারও দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।