মুম্বই: বলিউডের দুই মেগাস্টার। বয়স ৬০ ছুঁইছুঁই হলেও, নতুন মাইলফলক গড়ে চলেছেন তাঁরা। সেই শাহরুখ খান এবং সলমন খানের মৃত্যুর নিয়ে ভবিষ্যদ্বাণী। সেই নিয়ে জোর তরজা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুই মেগাস্টারের মৃত্যুর পূর্বাভাস দিয়ে নিন্দার মুখে এক জ্যোতিষী। সাধারণত তারকাদের বিয়ে, সাফল্যের সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করে থাকেন জ্যোতিষরা। কিন্তু তারকাদের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করার নজির নেই তেমন। ফলে নিন্দার মুখে পড়েছেন ওই জ্যোতিষী। (Shah Rukh-Salman Death Predictions)


সুশীলকুমার সিংহ নামের এক জ্যোতিষী শাহরুখ এবং সলমনের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছেন। মানুষের ভাগ্যবিচার করায় ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে বলে দাবি তাঁর। সিদ্ধার্থ কান্ননের ইউটিউব চ্যানেলে সম্প্রতি সাক্ষাৎকার দেন সুশীল। আর সেখানেই শাহরুখ ও সলমনের ভবিষ্যৎ বিশ্লেষণ করতে বসেন। আগামী কয়েক বছর কেরিয়ার কেমন থাকবে, সেই নিয়ে কথা শুরু করলেও, দুই তারকার মৃত্যু ঘোষণা করে ক্ষান্ত হন তিনি। (Bollywood Updates)


শাহরুখের ভাল সময় যাচ্ছে। ২০২৫ সালও ভাল কাটবে তাঁর। কিন্তু ২০২৫, ২০২৬ এবং ২০২৭, আগামী তিন বছরের সময়কাল সলমনের জন্য শুভ নয়। শীঘ্রই সলমনের শরীরে কঠিন রোগ ধরা পড়বে বলেও দাবি করেন সুশীল। কী রোগ খোলসা না করলেও, সুশীল বলেন, “শীঘ্রই বড় রোগ ধরা পড়বে সলমনের, যে রোগের নাম পর্যন্ত মুখে আনা যায় না।”



তবে সেখানেই থামেননি সুশীল। তিনি আরও বলেন, “একই বছরে মৃত্যু হবে সলমন এবং শাহরুখের। ৬৭ বছর বয়স পৃথিবী ছেড়ে চলে যাবেন দুই তারকা।” সলমনের কুণ্ডলীতেই বড় রোগে আক্রান্ত হওয়ার ফাঁড়া রয়েছে বলে দাবি করেন সুশীল। তাঁর কথায়, “সলমনের শেষটা খুব খারাপ হবে।”


শাহরুখ  এবং সলমনের কেরিয়ায় সূচনা প্রায় একই সময়ে। একই সালে জন্ম তাঁদের, ১৯৬৫-তে। শাহরুখের জন্ম নভেম্বরে, সলমনের ডিসেম্বরে। তাই দু'জনের মধ্যে অনেক মিল রয়েছে বলেও উল্লেখ করেন সুশীল। কিন্তু তাঁর এই ভবিষ্যদ্বাণী সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন দুই তারকার অনুরাগীরা।


তারকাদের জীবন-মৃত্যু নিয়ে এই অযাচিত হস্তক্ষেপ মনঃপুত হয়নি কারও। জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান থাকলে, কেউ অন্তত মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন না, এটা জ্যোতিষশাস্ত্রের নীতিবিরুদ্ধ বলেও মন্তব্য করেন কেউ কেউ। এই ধরনের বিষয়বস্তু কেন তুলে ধরা হচ্ছে, সেই নিয়ে ওই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন সকলে।