মুম্বই: একশো বছরেরও বেশি হয়ে গিয়েছে ভারতীয় ছবির ইতিহাস। সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম বলিউড তথা ভারতীয় ছবি পেয়েছে পর্দায় রোম্যান্টিক নায়কদের। দেবানন্দ থেকে দিলীপ কুমার, জিতেন্দ্র থেকে রাজেশ খন্না। রাজেন্দ্র কুমার থেকে শাম্মি কপূর কিংবা কুমার গৌরব থেকে মিঠুন চক্রবর্তী। আর নয়ের দশকের শুরু থেকে বলিউডের তিন খান অথবা অজয় কিংবা অক্ষয়। হিসেব করলে হয়তো একশো বছরে পর্দায় এক হাজার রোম্যান্টিক হিরোকে পেয়েছে বলিউড। এক একটি প্রজন্মের পর বয়সের ভারে পিছিয়ে পড়েছেন কেউ একজন। উঠে এসে তাঁর জায়গা নিয়েছেন অন্য আর একজন।


ব্যতিক্রম, নয়ের দশকের শুরু থেকে। গত ৩০টা বছর পর্দায় যত নায়কই আসুন না কেন 'কিং অফ রোম্যান্স' অথবা 'ভালোবাসার রাজা', এই সমস্ত তকমা নিয়ে চলে গিয়েছেন একজন। ৩০ বছর ধরে শাহরুখ খানই (Shah Rukh Khan) বলিউডের রোম্যান্টিক অবতারের শেষ কথা। আর এবার শাহরুখ যা বললেন, তাতে বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি অনুরাগীদের বুকটা বোধহয় কাঁচের পাত্রের মতো ভেঙে গেল। কী বললেন শাহরুখ?


রোম্যান্স প্রসঙ্গে শাহরুখ খান-


সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি লাইভ চ্যাটে অংশগ্রহণ করেছিলেন কিং খান (King Khan)। প্রসঙ্গত, ৫৬ বছর বয়সী শাহরুখ খানের এটাই ছিল প্রথম ইনস্টাগ্রাম লাইভ। তাতে এক অনুরাগী হঠাতই তাঁকে প্রশ্ন করে বসেন, 'আপনি কি রাহুলের মতো চরিত্র মিস করেন?' দ্রুততার সঙ্গে উত্তর দেন শাহরুখ। বলেন, 'আমি এখন জীবনের যে পর্যায়ে এসে পৌঁছেছি, তাতে এই ধরনের চরিত্রে আমাকে আর মানায় না। আমার মনেও পড়ে না, শেষ কবে আমি পর্দায় রাহুলের চরিত্রে অভিনয় করেছি। সুতরাং, মিস করার প্রশ্নই উঠছে না। একজন পেশাদার অভিনেতা হিসেবে আমি কাজ পাই। আর আমার চরিত্রের প্রতি সুবিচার করার জন্য আমি নিজের সেরাটা দিই। কাজের প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করি।'


আরও পড়ুন - Archana Puran Singh: হেসে কত টাকা রোজগার করছেন অর্চনা পূরণ সিংহ?


তিনি আরও বলেন, 'এখন রোম্যান্টিক ছবি করার জন্য আমি একটি বেশিই বুড়ো হয়ে গিয়েছি। নিজের বয়সের অর্ধেক বয়সী সহ-অভিনেত্রীর সঙ্গে পর্দায় রোম্যান্স করতে অস্বস্ত্বি অনুভব করি। আমার মনে পড়ছে, কিছুদিন আগে আমি একটি ছবি করেছিলাম। যেখানে আমার সহ-অভিনেত্রী আমার থেকে অনেক অনেক ছোট। বলতে পারেন হাঁটুর বয়সী। কাজটা করতে লজ্জাই পাচ্ছিলাম। কিন্তু কী করব বলুন। আমি একজন অভিনেতা। অভিনয় তো আমাকে করতেই হত। হ্যাঁ। তবে আদি (আদিত্য চোপড়া) এবং কর্ণ (কর্ণ জোহর) ওরা আমার জন্য রাজ বা রাহুলের যে চরিত্রগুলো সৃষ্টি করেছিল, আমার সৌভাগ্য যে আমি সেগুলোকে দর্শকের মনে চিরকালের জন্য গেঁথে দিতে পেরেছি।' প্রসঙ্গত, দীর্ঘদিন বাদে পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'পাঠান' (Pathan), 'জওয়ান' (Jawan) ছবিতে।