মুম্বই: আরও একবার তিনি প্রমাণ করলেন যে তিনিই 'কিং অফ হার্টস' (King of Hearts)। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। আবারও একবার দেখিয়ে দিলেন যে তিনি সত্যিই 'বাদশাহ' (Badshah)। মিশরীয় ট্র্যাভেল এজেন্টের ইচ্ছে পূরণ করলেন কিং খান। স্বাক্ষর করা ছবি ও হাতে লেখা নোট পাঠালেন মিশরের অনুরাগীর উদ্দেশে।
নববর্ষের আগের রাতে, এক টুইটার ব্যবহারকারী, অশ্বিনী দেশপাণ্ডে (Ashwini Deshpande), জানিয়েছিলেন যে মিশরীয় এক ট্রাভেল এজেন্ট 'মানি ট্রান্সফার' সংক্রান্ত বিষয়ে তাঁকে বিশ্বাস করেন কারণ তিনি শাহরুখ খানের দেশ থেকে এসেছেন। পেশায় অধ্যাপক অশ্বিনী ট্যুইটারে লেখেন, 'মিশরে এক ট্রাভেল এজেন্টকে টাকা পাঠানোর দরকার ছিল। কিন্তু টাকা পাঠানোর সময় আমি কিছু সমস্যায় পড়ি। তখনই ওই ট্রাভেল এজেন্টে আমাকে বলেন, 'আপনি শাহরুখ খানের দেশের মানুষ? আমি আপনাকে বিশ্বাস করি। তাই টাকা ছাড়াই বুকিং আমি আগেই করে দিচ্ছি। আপনি আমাকে পরে টাকা দিয়ে দেবেন। অন্যক্ষেত্রে আমি মোটেই এটা করি না। কিন্তু শাহরুখ খানের জন্য যেকোনও কিছু করতে পারি।' আর ওই ট্রাভেল এজেন্ট আমার বুকিং করে দেন কোনও অগ্রিম টাকা ছাড়াই। সত্যিই শাহরুখ খান কিং।'
নিমেষে ভাইরাল হয় সেই ট্যুইট। দেশপাণ্ডে এরপর 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর কাছে মিশরীয় ভক্তের মেয়ের জন্য বলিউড তারকার একটি অটোগ্রাফ করা ছবির অনুরোধ করেন। ট্যুইট করে লেখেন, 'আমার স্বামী ও আমি আজ অবশেষে গল্পের নায়কের সঙ্গে দেখা করলাম! আমি ওঁকে বললাম যে কীভাবে তাঁর কীর্তি প্রশংসিত হয়েছে। রেড চিলিস এন্টারটেনমেন্ট: শাহরুখ খানের অটোগ্রাফ সমেত একটা ছবি ওঁর মেয়ের জন্য পাঠানো সম্ভব হলে উনি খুব খুশি হবেন। এটা করা সম্ভব হলে জানাবেন। ধন্যবাদ।'
আরও পড়ুন: Vidyut Jammwal Update: ৬ ব্যক্তির দুটো করে আঙুলের কেরামতি, বিদ্যুৎ জামওয়ালের ভিডিওয় হতবাক নেটিজেন
শনিবার এরপরের আপডেট শেয়ার করেন অশ্বিনী। মিশরীয় ভক্তের মন রেখেছেন কিং খান। শাহরুখ খানের অটোগ্রাফ করা তিনটি ছবির সঙ্গে একটি হাতে লেখা নোট পৌঁছেছে সেখানে।
অশ্বিনী দেশপাণ্ডে লেখেন, 'এই গল্পের অত্যন্ত সুখকর একটি সমাপ্তি। এসআরকের সই করা তিনটি ছবি এসে পৌঁছেছে আজ, একটিতে মিশরীয় ট্রাভেল এজেন্টের জন্য মিষ্টি বার্তা সমেত, একটা তাঁর কন্যার জন্য এবং একটা আমার জন্য।' তিনি ট্যুইটে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকেও এবং অবশ্যই কিং খানকে।
হাতে লেখা নোটে শাহরুখ লেখেন, 'অপর ভারতীয়র প্রতি সদয় হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি খুব দয়ালু এবং উদার। আপনার মতো ভাল মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত।'