নয়াদিল্লি: অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal) সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেছেন যা দেখে চোখের পলক পড়বে না। কী রয়েছে ভিডিওয়? ছয় জন ব্যক্তি নিজেদের দুটো করে আঙুলের সাহায্যে একটা গোটা মানুষকে মাটি থেকে তুলছে। হ্যাঁ! চোখ কপালে উঠল তো?
এমনই একটি সাংঘাতিক ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন বিদ্যুৎ জামওয়াল। ভিডিওয় দেখা যাচ্ছে মাঝে একজন ব্যক্তি টানটান হয়ে শুয়ে আছে। তাকে ঘিরে আরও ছয় জন। তাদের মধ্যে বিদ্যুতও রয়েছেন।
অভিনেতাকে ভিডিওয় বলতে শোনা যায়, 'এরকম দূরত্বে ছয় জন থাকতে হবে, সকলকে একসঙ্গে শ্বাস-প্রশ্বাস নিতে হবে।'
ভিডিওর শেষে দেখা গেল শায়িত ব্যক্তিকে তুলেও ফেলেছেন তাঁরা, ছয় জোড়া আঙুলের সাহায্যে। ভিডিওর ক্যাপশনে বিদ্যুৎ জামওয়াল লেখেন, '৬ ব্যক্তি... প্রত্যেকের ২টি করে আঙুল... এক নিঃশ্বাস।' এর বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলবে কলরিপয়ট্টুতে। ভিডিও ইতিমধ্যেই পাঁচ লক্ষ ভিউস ছাড়িয়েছে।
বিদ্যুৎ জামওয়াল গত বৃহস্পতিবার তাঁর আগামী ছবি 'আইবি ৭১'-এর প্রথম দফার শ্যুটিং শুরু করেছেন। ছবির পরিচালনা করছেন সঙ্কল্প রেড্ডি।
আরও পড়ুন: Shooting Wrap Up: শেষ হল ভিকি কৌশল-সারা আলি খানের আগামী ছবির শ্যুটিং
একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এই ছবিটি। কীভাবে ভারতীয় গোয়েন্দারা সমগ্র পাকিস্তানী স্থাপনা উড়িয়ে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সুবিধা দিয়েছিল সেই গল্পই দেখা যাবে। এই ছবির হাত ধরেই ডেবিউ করছে বিদ্যুৎ জামওয়ালের নতুন প্রযোজনা সংস্থা 'অ্যাকশন হিরো ফিল্মস'।