কলকাতা: শাহরুখ খানের (Shah Rukh Khan) গালে অতর্কিতে চুম্বন অনুরাগীর! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিতর্ক। সদ্য দুবাইতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ খান। নিজস্ব ছন্দে তখন মঞ্চ মাতিয়ে দিয়েছেন কিং খান। স্বভাবতই অনুরাগীরা উচ্ছ্বসিত। হঠাৎই শাহরুখের কাছে সেলফির আবদার করেন কিছু অনুরাগী। তাঁরা মঞ্চে উঠে আসেন বাদশের সঙ্গে সেলফি তুলতে। আর তাঁদের সঙ্গে মঞ্চে আসেন এক জনৈক তরুণী। সবার সঙ্গেই হেসে কথা বলছিলেন শাহরুখ। হঠাৎ এক তরুণী শাহরুখকে নিজের কাছে টেনে নিয়ে তাঁর গালে চুম্বন করেন। অতর্কিত এই চুম্বনে অবাক হন শাহরুখও। তারপর হাসি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। 


কিন্তু সোশ্যাল মিডিয়া কিছু ভোলে না। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর সেটা দেখেই অনুরাগীরা চটেছেন ওই জনৈক তরুণীর ওপর। তাঁদের মতে, এমন অতর্কিতে শাহরুখকে চুম্বন করা একেবারেই অনুচিত। এর মধ্যে 'কুল' হওয়ার কিছু নেই। অনেকই আবার রেগে গিয়ে মন্তব্যই করে বসেছেন, 'ওই মহিলাকে জেলে পুরে দেওয়া হোক'। বাদশাকে ছুঁয়ে দেখার ইচ্ছা এই পৃথিবীর অগণিত মানুষের... এ আর নতুন কথা কি। কিন্তু এই অতর্কিত চুম্বনের ঘটনায় বেশ চটেছেন শাহরুখ অনুরাগীরা। যদিও ভিডিওতে শাহরুখ ও মহিলার হাত ছাড়িয়ে সরে আসলেও কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখাননি। 


শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর 'আস্ক এসআরকে' (Ask SRK)-র প্রত্যেকটা উত্তর যেন এক একটা গল্প। তাঁর বুদ্ধিমত্তা, রসবোধ সবকিছু দিয়েই তিনি বার বার মন জয় করেন অনুরাগীদের। কখনও মজা আবার কখনও বুদ্ধিমত্তায় তিনি উত্তর দেন যাবতীয় অস্বস্তিকর প্রশ্নেরও। সদ্যই এক সন্ধের 'আস্ক এসআরকে'-তে মেতেছিলেন বাদশা। আর সেখানেই তৈরি হল সব মনে রাখার মতো গল্প।


আজ শাহরুখকে এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, 'আপনি কি কখনও মার্বেল নিয়ে খেলেছেন ছোটবেলায়?' উত্তরে শাহরুখ লিখেছেন, 'অনেক খেলেছি। শুধু মার্বেল নয়, আমি ছোটবেলায় লাট্টু নিয়েও খেলতাম। কিন্তু গুলি-ডান্ডা খেলা আমার সবচেয়ে প্রিয় ছিল।'


আরও এক অনুরাগী শাহরুখের একটি ছবি পোস্ট করে তাঁকে প্রশ্ন করেন, 'এত মিষ্টি! এটা কী সত্যিই আপনি?' শাহরুখ এই ছবিটি রিট্যুইট করে লেখেন, 'না এটা আমি নয়। আমি গোটা পৃথিবীতে নিজের ক্লোন ছড়িয়ে রেখেছি।'


আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?


আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?