ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক।  রাত ৯টা বেজে ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের সিকিওরিটি চেক  ইনের জায়গায় আগুন। তাতে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক (Kolkata Airport Fire)। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে দমকল পৌঁছে যায় প্রায় সঙ্গে সঙ্গেই। আগুন নেভানোর কাজ চলছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, পুরোপুরি নেভানো যায়নি এখনও (Kolkata News)।


বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের জায়গায় আগুন


বুধবার রাতে আচমকাই বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের জায়গায় আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ধোঁয়ায় ভরে যায় গোটা বিমানবন্দর। উত্তেজনা ছড়ায় চারিদিকে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আচমকা আগুন দেখে দূরে সরে যান সকলে। হুড়োহুড়ি পড়ে যায় বিমানবন্দরের কর্মীদের মধ্যেও। 


বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা বেজে ২০ মিনিট নাগাদ আগুন লাগে। বিমানবন্দরের যে ডিপার্চার রয়েছে, সেখানকার ১৬ নম্বর কাউন্টার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু ক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। তড়িঘড়ি বিমানবন্দরের তরফে দমকলে খবর দেওয়া হয়। দমকলের দু'টি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে গোড়াতেই। পরে আরও ছয়টি ইঞ্জিন এসে পৌঁছয়।


আরও পড়ুন: Kolkata News: জলাতঙ্কে মৃত্যু তরতাজা যুবকের, গ্রামবাসীদের আপত্তিতে বাড়ি নিয়ে যাওয়া গেল না দেহ


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। আগুন লাগার পর, সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে যাত্রী এবং কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ডিপার্চার খালি করা হয়। নতুন করে যাতে আগুন না ছড়ায়, খেয়াল রাখা হয় সেদিকে। কিন্তু ব্যস্ত সময়ে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। আগুন লাগল কী করে, কেন চোখে পড়ল না, উঠছে প্রশ্ন।


আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে


বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের জায়গায় কড়া নিরাপত্তা থাকে। সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন যাত্রীরা। সেখানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিমানবন্দরের বিদ্যুতের তারে আর কোথাও সমস্যা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সব নিরাপদ মনে করলে তবেই ফের পরিষেবা চালু হবে বলে জানা যাচ্ছে।