নয়াদিল্লি: পরিবারের বাকি সদস্যদের মতো তিনি অতটা লাইমলাইটে থাকেন না। তা সত্ত্বেও, শিরোনামে স্থান পেয়েই যান তিনি। বলিউড বাদশাহ শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে বলে কথা, তিনি আরিয়ান খান (Aryan Khan)। ফের একবার তিনি আলোচনার কেন্দ্রে। তাঁকে নাকি সম্প্রতি এক 'রহস্যময়ী নারী'র (mystery woman) সঙ্গে পার্টি করতে দেখা গেছে। কে সেই ভদ্রমহিলা? কী মনে করছেন নেটিজেনরা?
চুটিয়ে পার্টি করছেন আরিয়ান খান, সঙ্গে 'রহস্যময়ী নারী'
সম্প্রতি মুম্বইয়েই জমিয়ে পার্টি মুডে দেখা গেল আরিয়ান খানকে। তাঁর সঙ্গে ছিলেন বন্ধুবান্ধবরা। এমনকী পাপারাৎজিদের জন্য হাসি মুখে পোজও দেন তিনি। সেখানেই দেখা গেল তাঁকে এক রহস্যময়ী নারীর সঙ্গে 'ঘনিষ্ঠ'ভাবে পার্টিতে মাততে। অনেকেই মনে করছেন ওই মহিলা ল্যারিসা বোনেসি (Larissa Bonesi), যাঁর সঙ্গে আরিয়ান প্রেমের সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন।
আরিয়ান ওই এক্সক্লুসিভ পার্টিতে পৌঁছতেই সকলের নজরে পড়েন, সঙ্গে অবশ্যই তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা ছিলেন। সঙ্গে ছিলেন বলিউডের 'বেস্ট ফ্রেন্ড' ওরি, রাঘব জুয়াল, লক্ষ্য, বেদান্ত মহাজন, নীর্বাণ খান প্রমুখ। সেই সঙ্গে পাপারাৎজিরা খানিক পরে ল্যারিসাকেও ওই পার্টিতে প্রবেশ করতে দেখেন। যার ফলে ফের চর্চায় আরিয়ানের প্রেম জীবন। যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে অনেকেরই দাবি ওই রহস্যময়ী নারীর সঙ্গে 'ঘনিষ্ঠ' দেখা যাচ্ছে আরিয়ানকে। ভিডিওয় আরিয়ানকে ঝুঁকে পড়ে এক মহিলার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে, কিন্তু কে ওই মহিলা, তা ভিডিওয় স্পষ্ট নয়।
বেশ কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন আরিয়ান খান ও ল্যারিসা প্রেমের সম্পর্কে রয়েছেন। কিছুদিন আগে তাঁদের একটি কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছিল।
কাজের ক্ষেত্রে, আরিয়ান তাঁর প্রথম পরিচালনার কারণেও খবরে রয়েছেন। প্রথম ওয়েব সিরিজ 'স্টারডম' নিয়ে ব্যস্ত শাহরুখ-পুত্র। শোনা যাচ্ছে এই সিরিজে তাঁর বাবা শাহরুখ খান-সহ একাধিক তারকাকে দেখা যাবে, যেমন রণবীর সিংহ, কর্ণ জোহর, ববি দেওল প্রমুখ। ক্যামিও চরিত্রে থাকবেন তাঁরা। এই সিরিজে অভিনয় করেছেন মোনা সিংহ, লক্ষ্য লালওয়ানি, গৌতমী কপূর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।