শাহরুখের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গৌরী শাহরুখের কয়েকটি ছবি প্রযোজনা করেছেন, তাঁর নিজস্ব ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা রয়েছে। আজ ২৮তম বিবাহবার্ষিকী, স্ত্রী গৌরীকে বিশেষ বার্তা শাহরুখের
ABP Ananda, Web Desk | 25 Oct 2019 11:26 AM (IST)
শাহরুখের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মুম্বই: আজ ২৮তম বিবাহবার্ষিকী শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরীর। ইনস্টাগ্রামে স্ত্রীর উদ্দেশে তিনি পোস্ট করেছেন বিশেষ একটি বার্তা। এসআরকে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে তাঁদের দুজনকে এক সঙ্গে দেখা যাচ্ছে। সঙ্গে তিনি লিখেছেন, সব সময় মনে হয়, যেন কালকের কথা। অথচ প্রায় ৩০ বছর হতে চলল, তিনটে বাচ্চাও হয়েছে। যত রূপকথার গল্প শুনেছি, আমি বিশ্বাস করি, আমি তেমনই সুন্দরীকে পেয়েছি, যেমন সুন্দরী কারও হওয়া সম্ভব।