মুম্বই: তিনি যে কেবল কিং খান (King Khan) নন, বরং তিন সন্তানের বাবাও বটে, তা প্রায়ই তাঁর হাবেভাবে বুঝিয়ে দেন বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার সুহানা (Suhana) ও আব্রামের (AbRam) সঙ্গে 'ফ্যামিলি টাইম' কাটাতে দেখা গেল শাহরুখকে। 


তিন সন্তানের সঙ্গে শাহরুখের 'ডে-আউট'


রবিবার ছেলে-মেয়েদের সঙ্গে বেশ ব্যস্ত দেখালো অভিনেতাকে। নিজের শ্যুটিংয়ের কাজের ফাঁকে বাচ্চাদের জন্য সময় বের করেছেন তিনি। 


এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক ছবি। যেখানে দেখা যায় গাড়ি করে দুই সন্তানকে নিয়ে বেরিয়েছেন কিং খান। গাড়ি চালাচ্ছেন বাবা নিজেই। তাঁর ঠিক পাশেই বসে মেয়ে সুহানা। একটা ছবিতে আবার দেখা গেল খুদে আব্রাম দিদির কোলে বসে রয়েছে।






আরও পড়ুন: Lock Upp: ফের হৃত্বিক প্রসঙ্গ তুলে বিস্ফোরক কঙ্গনা রানাউত


ভাইরাল কিং খান


ধূসর রঙের টি-শার্ট, মুখে চওড়া হাসি নিয়ে ক্যামেরাবন্দি শাহরুখ খান। অনুরাগীদের অনুমান ছেলেমেয়েদের নিয়ে শাহরুখ খান চলেছেন ব্রেবোর্ন স্টেডিয়ামের উদ্দেশে। সেখানে তাঁর দল 'কলকাতা নাইট রাইডার্স' আজ খেলতে নামবে 'দিল্লি ক্যাপিটালস'-এর বিরুদ্ধে। 


অন্যদিকে, সম্প্রতি নিজের আগামী ছবি 'পাঠান'-এর শেষ দফার শ্যুটিং শেষ করে শাহরুখ ফিরেছেন স্পেন থেকে। এছাড়া শাহরুখ খানকে সম্প্রতি দেখা যায় অ্যাটলির (Atlee) 'লায়ন' (Lion) ছবির সেটে। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন অভিনেতা। যদিও শাহরুখ খানকে দেখা যায় স্কার্ফে মুখ ঢেকে। নেট দুনিয়ায় ছবি প্রকাশিত হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অভিনেতা নিজের টুইট করে জানিয়েছিলেন যে অ্যাটলির সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে।


প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জানা যায়, অ্যাটলির পরিচালনায় ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন শাহরুখ খান। ইতিমধ্যেই তাঁর সঙ্গে শ্যুটিংয়ে যোগ দিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। শোনা যাচ্ছে এই ছবিতে দেখা যেতে পারে রানা দগ্গুবাটিকেও। যদিও তাঁর শ্যুটিংয়ে যোগ দিতে এখনও দেরি আছে।