মুম্বই : ১৪ বছর আগে আজকের দিনেই প্রয়াত হন নামকরা পরিচালক, প্রযোজক, লেখক সোমু মুখোপাধ্যায় (Shomu Mukherjee)। বাবার প্রয়াণ দিবসে আবেগপ্রবণ মেয়ে কাজল (Kajol)। নিজের সোশ্যাল মিডিয়ায় এদিন বিশেষ পোস্ট করলেন কাজল। সঙ্গে লিখলেন এমন কিছু কথা। যা চোখে জল এনে দিল নেট নাগরিকদের।


বাবার মৃত্যুবার্ষিকীতে কাজলের পোস্ট-


এদিন বাবার মৃত্যুবার্ষিকীতে (Shomu Mukherjee Death Anniversary) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী কাজল। তাঁকে বাবার সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে। বিশেষ দিনে বিশেষ ছবি পোস্ট করে তিনি লেখেন, '১৪ বছর আগে আজকের দিনেই তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি এটা আজকের দিনেও অনুভব করি। তোমায় খুব মিস করছি।' কাজলের এমন আবেগপ্রবণ পোস্ট দেখে চোখে জল এসেছে অনুরাগী থেকে নেট নাগরিকদের। পরিচালক, প্রযোজক, লেখক সোমু মুখোপাধ্যায় একাধিক ছবি পরিচালনা ও প্রযোজনা করেছেন। 'নানহা শিকারি', 'ফিফটি ফিফটি', 'লাভার বয়', 'পাত্থর কে ইনসান' এবং আরও অনেক ছবি পরিচালনা , প্রযোজনা করেছেন তিনি।



আরও পড়ুন - Deepika Padukone Updates: কবিতা লিখেছেন দীপিকা পাড়ুকোন, সঙ্গে দিলেন বিশেষ বার্তা


প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ছক ভাঙা চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। চিরাচরিত পথ ছেড়ে বেছেছেন শক্তিশালী ও বলিষ্ঠ মহিলা চরিত্র। এমন নারী চরিত্র তিনি বেছেছেন যাঁদের সঙ্গে সাধারণ মানুষ একাত্ম অনুভব করতে পারেন। এবার তিনি হাত মেলালেন রেবতীর (Revathy) সঙ্গে। ঘোষণা করেছেন তাঁদের ছবি 'সেলাম ভেঙ্কি' (Salaam Venky)। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন সূরজ সিংহ, শ্রদ্ধা আগরওয়াল, বর্ষা কুকরেজা। ছবির প্রথম দফার শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন অভিনেত্রী কাজল। মেয়ের হাসি মুখের ছবির পোস্ট করে অসুস্থতার কথা জানান তিনি। সেরে উঠে কাজে যোগ দেন কাজল।